'ভারত একজনের দল নয়'

ছবি: নিদাহাসের ফাইনালে ভারত

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপের জন্য ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলিকে বিশ্রাম দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আর কোহলি না থাকলেও ভারতীয় দলের উপর এর প্রভাব পড়বে না, এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডিন জোন্স।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কোহলিকে ছাড়াও যে ভারত এশিয়া কাপে ফেভারিট বিষয়টি পরিষ্কার জানিয়ে দেন তিনি। তিনি বলেন,
'ভারত একজনের দল নয়। কোহলির জায়গা কেউ পূরণ করতে না পারলেও মানিশ পান্ডে, আম্বাতি রায়ুডুদের এটা জন্য অনেক বড় সুযোগ। ধোনীর কথা ভুলে গেলে চলবে না।'

চলতি মাসের ১৫ই সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টকে সামনে রেখে নিয়মিত অধিনায়ক ভিরাট কোহলিকে ছাড়াই দল ঘোষণা করেছে ভারত। ইংল্যান্ডের সাথে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের ধকল এবং সামনে গুরুত্বপূর্ণ সফর গুলোর কথা ভেবেই ভিরাট কে বিশ্রাম দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দিবেন রোহিত শর্মা। অধিনায়ক হিসেবে তার হাত ধরেই চলতি নিদাহাস ট্রফি জিতেছিল ইন্ডিয়া। আর ডিন জোন্স মনে করেন, রোহিতের নেতৃত্বে এশিয়া কাপে ভালো করবে ইন্ডিয়া। তিনি আরও বলেন,
'রোহিত শর্মা'র নেতৃত্বে থাকা দলটি দুর্দান্ত। স্কোয়াডে থাকা বোলারদের মধ্যে ডেথ ওভারে রিভার্স সুইং দিয়ে প্রতিপক্ষকে বিপর্যস্ত করার ক্ষমতা আছে।
'দলে ২৫ থেকে ৩০ ওভারে স্পিন আক্রমণ সুন্দরভাবে সামাল দিতে রয়েছেন যুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, এবং অক্ষর প্যাটেলরা। পেসারদের মধ্যে ডেথ ওভারে ভুবনেশ্বর কুমার এবং জাসপ্রিত বুমরার বোলিং নিয়ে তারা খুব ভালো ভারসাম্যপূর্ণ দল পেয়েছে।'
উল্লেখ্য যে, এশিয়া কাপ মিশনে ১৮ তারিখ নিজেদের প্রথম ম্যাচে বাছাই পর্ব থেকে উঠে আসা দলের বিপক্ষে লড়বে টিম ইন্ডিয়া। এরপরের দিন আবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে লড়বে রোহিত শর্মার দল।