promotional_ad

দলের সঙ্গে নেইল ম্যাকেঞ্জি

নেইল ম্যাকেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইতিমধ্যে আসন্ন এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই উপলক্ষে কয়েকদিন আগেই শুরু হয়েছে ক্যাম্প।


এতদিন দলের সঙ্গে ছিলেন না নবনিযুক্ত ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি। সোমবার দিন দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। এছাড়া এর আগে বাংলাদেশের স্পিন কোচ সুনীল যোশিকে ক্যাম্পে পেয়েছে ক্রিকেটাররা। 



promotional_ad

উল্লেখ্য, স্কোয়াডের সদস্যদের নিয়ে গতকাল (রবিবার) থেকে স্কিল ট্রেনিং এবং জিম সেশন শুরু করেছেন টাইগারদের প্রধান কোচ স্টিভ রোডস। এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াডের ক্রিকেটার ছাড়াও প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররাও এই অনুশীলনে যোগ দিয়েছিলেন। 


ক্রিকেটারদের দক্ষতা পর্যবেক্ষণের জন্য মূলত এই ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। এর আগে আগস্টের ২৭ তারিখ থেকে প্রাথমিক স্কোয়াডে থাকা খেলোয়াড়দের নিয়ে ফিটনেস ট্রেনিং দিয়ে শুরু হয়েছিল এই অনুশীলন ক্যাম্প। 

এরপর এই সব ক্রিকেটারদের নিয়ে ফিল্ডিং অনুশীলন শুরু করেন কোচ রোডস। টাইগার ক্রিকেটারদের ফিল্ডিং বিষয়ক নতুন কিছু জিনিস অনুশীলন করিয়েছেন তিনি। এক হাতে ক্যাচ, বাউন্ডারি লাইনে জাগলিং ক্যাচ এই নতুন কাজ গুলো ক্যাম্পে থাকা ক্রিকেটারদের দিয়ে করিয়েছিলেন এই ইংলিশম্যান।


আগামী ৬ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে ক্রিকেটারদের এই অনুশীলন। এরপর আবার দুইদিনের বিশ্রাম শেষে ৯ই সেপ্টেম্বর আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।আগামী ১৫ই সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের এবারের আসরে যাত্রা শুরু করবে মাশরাফির দল।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball