promotional_ad

সিরিজ বাঁচাতে পারল না ভারত

ছবিঃ ইসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের জয়ের জন্য দরকার ছিল ২৪৫ রানের। এই সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ভিরাট কোহলির দল অল আউট হয়ছে ১৮৪ রানে। ফলে ৫ ম্যাচের সিরিজ ১ ম্যাচ হাতে রেখেই নিজেদের করে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।


ভারতের সহজ লক্ষ্যটা কঠিন করে দিয়েছেন ইংল্যান্ডের বোলাররা। শুরুতেই ওপেনার লোকেশ রাহুল বোল্ড করে সাজঘরে ফেরান ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। এরপর বিদায় নেন প্রথম ইনিংসে অপরাজিত ১৩২ রান করা চেতেশ্বর পুজারাও।


তাকে লেগবিফোরের ফাঁদে ফেলে ব্যক্তিগত ৫ রানে আউট করেন জেমস অ্যান্ডারসন। আরেক ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানকেও নিজের শিকার বানিয়েছেন অ্যান্ডারসন। দলীয় ২২ রানে ৩ উইকেট হারানোর পর ভারতীয় ইনিংসের হাল ধরেন অধিনায়ক ভিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে।



promotional_ad

এই জুটি চতুর্থ উইকেটে যোগ করে ১০১ রান। এরপর ৫৮ রান করা কোহলিকে নিজের শিকার বানিয়েছেন মঈন আলী। রাহানে অর্ধশতক তুলে নিয়ে ৫১ রান করে মঈন আলীর স্পিন ফাঁদেই পা দিয়ে আউট হয়েছেন।


শেষ দিকে পান্ট ১৮ ও অশ্বিন ২৫ রান করে শুধু ব্যবধান কমিয়েছেন। আর কেউ দাঁড়াতে না পারলে ভারতের ইনিংস থামে মাত্র ১৮৪ রানে। ইংল্যান্ডের হয়ে একাই ৪ উইকেট দখল করেছেন মঈন আলী। আর ২ টি করে উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন ও বেন স্টোকস। ১ টি করে উইকেট গেছে স্যাম কুরান ও স্টুয়ার্ট ব্রডের ঝুলিতে।


এর আগে, নিজেদের প্রথম ইনিংসে ইংল্যান্ড ২৪৬ রানে অল আউট হয়। জবাবে, ব্যাট করতে নেমে মঈন আলীর বোলিং ঘুর্নিতে ভারত অল আউট হয় ২৭৩ রান করে। মঈন আলী একাই নেন ৫ উইকেট। মূলত পুজারার অপরাজিত ১৩২ রানের ইনিংসেই ২৭ রানের লীড পায় ভারত।


তারপর, নিজেদের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড অল আউট হয় ২৭১ রানে। সেই ইনিংসে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬৯ রানের ইনিংস খেলেন জস বাটলার। আর ভরতের হয়ে ৪ উইকেট নিয়ে ইনিংসের সেরা বোলার মোহাম্মদ শামি।



এদিকে, চলতি সিরিজের প্রথম দুই ম্যাচেই জয় পায় ইংল্যান্ড। প্রথম ম্যাচে ভারতকে ৩১ রানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ১৫৯ রানের জয় তুলে নেয় ইংল্যান্ড। অবশ্য তৃতীয় ম্যাচে ২০৩ রানের দাপুটে জয়ে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় ভারত। তবে, সিরিজের চতুর্থ ম্যাচে হেরে সিরিজ হারতে হলো কোহলিদের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball