promotional_ad

রিষ্ট স্পিনার নেই, 'বিশেষ' পরিকল্পনাও নেই!

ছবি - ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


রিষ্ট স্পিনারদের বিপক্ষে বাংলাদেশ দলের দুর্বলতা অনেক দিনের। শেষবার আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে টাইগারদের রিষ্ট স্পিনের বিপক্ষে ভয়াবহ দুর্বলতা চোখে পড়ে।


আর এবার আসন্ন এশিয়া কাপে সেই আফগানিস্তানের বিপক্ষেই খেলতে হবে বাংলাদেশের। এছাড়াও বাংলাদেশের গ্রুপে আছে শক্তিশালী শ্রীলংকা। গ্রুপ পর্ব পার করতে পারলে ভারত-পাকিস্তানের মত দলের সঙ্গেও খেলতে হবে বাংলাদেশকে।


রিষ্ট স্পিনার আছে পাকিস্তান বা ভারতেও। আফগানিস্তানের সঙ্গে ভয়াবহ সিরিজটি শেষ হয়েছে সেই জুন মাসে। এরপরেই টাইগারদের ক্যারিবিয়ান মিশন শুরু হয়। তারপরে ১৫ দিনের মত ছুটি।



promotional_ad

তাহলে রিস্ট স্পিনারদের বিপক্ষে কতটুকু প্রস্তুতি নিতে পেরেছে বাংলাদেশ? এই প্রসঙ্গে কথা বলেছেন মোহাম্মদ মিথুন। রবিবার দিন টাইগারদের অনুশীলন শেষে জানান,  


'ভালো খেলতে হলে আসলে শুধু রিস্ট স্পিনার না প্রত্যেকটি বোলারকেই ভালো খেলতে হবে। একজন ব্যাটসম্যানের জন্য একটি বলই যথেষ্ট আউট হওয়ার ক্ষেত্রে। আমাকে যদি ভালো ইনিংস খেলতে হয় তাহলে প্রত্যেকটি বোলারকেই আমার ভালোভাবে ফেস করতে হবে। 


'আর আমি যদি শুধু রিস্ট স্পিনারকে টার্গেট করি তাহলে আমার কাছে মনে হয় ব্যাপারটি অনেকটা নেতিবাচক হয়ে যায়। আমি যখন যে বোলারকে ফেস করবো তখন যে ফিডব্যাক দিতে পারবো সেটাই গুরুত্বপূর্ণ'  


অর্থাৎ, রিস্ট স্পিনারদের নিয়ে বিশেষ পরিকল্পনা নেই বাংলাদেশের। অবশ্য এর কারণও ফুটে উঠেছে তার কণ্ঠে। দেশের ক্রিকেট থেকে হারিয়ে যাওয়া জুবায়ের লিখনের পরে আর কোনো রিষ্ট স্পিনার পায়নি বাংলাদেশ। 



'দেখেন আমরা যে লেগ স্পিনে খুব বেশি তৈরি হবো সেই অপশনও নেই। কেননা বাংলাদেশে খুব বেশি লেগ স্পিনার নেই। আমরা লেগ স্পিনার খুঁজেও পাই না। এর মধ্যে আমরা যতটুকু কাজে লাগাতে পারি, যেভাবে পরিকল্পনামাফিক খেলা যায় সেটাই চেষ্টা করবো।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball