promotional_ad

'মাশরাফির কথা বলে শেষ করা যাবে না'

মাশরাফি, ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের ক্রিকেটে এখন পর্যন্ত মাশরাফি বিন মর্তুজার সমকক্ষ কোন ক্রিকেটার তৈরি হয়নি। বলা যায় প্রত্যেক ক্রিকেটারেরই প্রেরণার উৎস এই মাশরাফি। কোনও ক্রিকেটার খারাপ খেললেও তাঁর পাশে দাঁড়িয়ে তাঁকে উৎসাহ দিয়ে যান ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। 


পুরো দলকে উৎসাহ দিয়ে মাতিয়ে রাখার এই গুনটির কারণেই সকলের প্রিয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন মাশরাফি। টাইগার ওপেনার তামিম ইকবালের কাছেও নড়াইল এক্সপ্রেস মানে ভিন্ন কিছু।



promotional_ad

তাঁর মতে সকলকে প্রেরণা দেয়ার মতো গুনের কারণেই আজ সফলতম অধিনায়ক হিসেবে প্রতিষ্ঠিত হতে পেরেছেন মাশরাফি। এটি এন নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তামিম বলেছেন,    


'ওনার কথা তো বলে শেষ করা যাবে না, উনি সবসময় শুধু আমাকে না, পুরো দলকেই মোটিভেট করতে থাকেন। এটাই ওনার সবথেকে বড় গুন। আমার কাছে মনে হয় অধিনায়ক হিসেবে তাঁর সাফল্যের সবথেকে বড় কারণটিই এটি যে উনি এত ভালো করে সবাইকে মোটিভেট করতে পারেন।'


মাশরাফি যতদিন বাংলাদেশের হয়ে খেলবেন ততদিন দলকে ইতিবাচক ফলাফলই এনে দিবেন বলে বিশ্বাস করেন তামিম। টাইগার অধিনায়কের প্রশংসা করে এই ওপেনার আরও বলেন,  



'যে ভালো করছে তাঁকেও উৎসাহ দেন, যে ভালো করছে না তাঁকে ভালো করার উৎসাহ প্রদান করেন। সুতরাং আমার কাছে মনে হয় যতদিন উনি খেলবেন সেটি বাংলাদেশের জন্য ইতিবাচকই হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball