promotional_ad

রিয়াদ-ভেট্টরিদের ওপরে স্যাম কারান

স্যাম কারান
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


স্যাম কারান, ইংলিশ ক্রিকেটের নতুন ওয়ান্ডার বয় একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন। মাত্র ২০ বছর বয়সী এই তরুন ক্যারিয়ারের চতুর্থ টেস্টে এসে ব্যাটে বলে সমান তালে পারফর্ম করে সবার মন জয় করে নিচ্ছেন।


ভয়ডরহীন এই ২০ বছর বয়সী তরুন ক্রিকেটার ব্যাট হাতে ধারাবাহিক পারফর্মেন্স দিয়ে ইতিমধ্যেই রেকর্ডের পাতায় জায়গা করে নিয়েছেন। ভারতের বিপক্ষে এক সিরিজে আট নম্বর কিংবা তারচেয়ে নিচে ব্যাট করে সবচেয়ে বেশি রানের মালিক এখন স্যাম কারান।



promotional_ad

নিউজিল্যান্ড ক্রিকেটের কিংবদন্তী ড্যানিয়েল ভেট্টরিকে ছাড়িয়ে গেছেন তিনি। ২০০৯ সালে ভেট্টরির করা ২২০ রান ছাড়িয়ে গেছেন এই ইংলিশ তরুণ। চতুর্থ টেস্টের তৃতীয় দিন অপরাজিত ৩৭ রানের মধ্য দিয়ে এখন পর্যন্ত ২৬২ রান করেছেন তিনি।  


এই তালিকায় সদ্য আন্তর্জাতিক ক্রিকেটে পা দেয়া স্যাম কারানের অবস্থান এখন শীর্ষে। দ্বিতীয়তে থাকা ডেনিয়েল ভেট্টরির পর আছেন আরেক কিউই ইয়ান স্মিথ। ১৯৮৮ সালে নিচে ব্যাট করে এক সিরিজে ২০১ রান করেছিলেন তিনি। 


প্রয়াত উইন্ডিজ কিংবদন্তী বোলার ম্যালকম মার্শাল আছেন এই তালিকায়। ১৯৮৩ সালে এক সিরিজে ১৯০ রান করেছিলেন তিনি। আছেন বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদও। ২০১০ সালে ভারতের বিপক্ষে এক সিরিজে ১৮৫ রান করেছিলেন রিয়াদ।



আট কিংবা তারচেয়ে নিচে ব্যাট করে ভারতের বিপক্ষে এক সিরিজে সর্বোচ্চ রান-


২৬২ রান - স্যাম কারান, ইংল্যান্ড (২০১৮)
২২০ রান - ডেনিয়েল ভেট্টরি, নিউজিল্যান্ড (২০০৯)
২০১ রান - ইয়ান স্মিথ, নিউজিল্যান্ড (১৯৮৮)
১৯০ রান - ম্যালকম মার্শাল (১৯৮৩)
১৮৫ রান - মাহমুদুল্লাহ রিয়াদ (২০১০)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball