ভারতের দুশ্চিন্তা স্যাম কারান

ছবি: স্যাম কারান

|| ডেস্ক রিপোর্ট ||
সাউদাম্পটনে সিরিজের চতুর্থ টেস্টের তৃতীয় দিন শেষে সমতায় আছে দুই দল। যদিও ইংল্যান্ডের অবস্থানই এই মুহূর্তে ভাল বলা যায়। দিনশেষে তাদের লিড ২৩৩ রানের, হাতে আছে দুইটি উইকেট।
আগের দিনে উইকেটশুন্য অবস্থায় ছয় রানে থাকা ইংল্যান্ড এদিনে শুরু থেকেই ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে। দলীয় ২৪ রানে ফিরে যান ইংলিশ ওপেনার অ্যালিস্টার কুক (১২)।
দলীয় ৩৩ রানে ফিরে যান মঈন আলীও (৯)। এরপরে ৩৬ রান করা কিটন জেনিংসকে ফেরান মোহাম্মদ শামি। শুন্য রানে জনি বেয়ারস্টোকে পরের বলেই ফেরান শামি।
৯২ রানে চার উইকেট নেই ইংলিশদের। তখন রান বাড়ানোর চেষ্টা করেন অধিনায়ক জো রুট এবং বেন স্টোকস। তবে ভাগ্য খারাপ রুটের। দলীয় ১২২ রানে রানআউটের শিকার হয়ে ফেরেন তিনি।

তার ৪৮ রানের ইনিংসে ছিল ছয়টি চারের মার। সেই অবস্থায় স্টোকসের সঙ্গে রান বাড়ানোর দায়িত্ব দেন জশ বাটলার। ৩০ রানে স্টোকস ফিরে গেলেও বাটলার ফিরেছেন ৬৯ রানের (সাতটি চারে) এক কার্যকরী ইনিংস।
দিনশেষে ইংলিশদের সংগ্রহ আট উইকেটে ২৬০রান। ৩৭* রান করে উইকেট পাহারায় আছেন স্যাম কারান। চলতি সিরিজে ব্যাট হাতে ২৪, ৬৩ ও ৪০ রানের কিছু কার্যকরী ইনিংস খেলেছেন কারান।
এই ম্যাচেও আছেন সেই পথেই। তাকে দ্রুত ফেরাতে না পারলে আরও বিপদের আশঙ্কায় থাকবে ভারত। কেননা চতুর্থ ইনিংসে ব্যাট করাটা ইংল্যান্ডের মাটিতে কোনভাবেই সহজ নয়।
সংক্ষিপ্ত স্কোরঃ-
টসঃ- ইংল্যান্ড
ইংল্যান্ড, প্রথম ইনিংসঃ- ২৪৬
ভারত, প্রথম ইনিংসঃ- ২৭৩
ইংল্যান্ড, দ্বিতীয় ইনিংসঃ- ২৬০/৮ (৯১.৫ ওভার)
(জশ বাটলার ৬৯, জো রুট ৪৮, স্যাম কারান ৩৭*, কিটন জেনিংস ৩৬; মোহাম্মদ শামি ৩/৫৩, ইশান্ত শর্মা ২/৩৬)
(তৃতীয় দিনশেষে ইংল্যান্ডের লিড ২৩৩ রানের)