রঙ হারাবে না পাক-ভারত মহারণ

ছবি: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত-পাকিস্তান

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপের জন্য ভিরাট কোহলিকে ছাড়াই ভারতের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় বোর্ড। নিয়মিত অধিনায়ককে বিশ্রামে রেখেছে তারা। তবে কোহলির অনুপস্থিতিতেও জনপ্রিয়তা হারাবে না ভারত পাকিস্তানের ম্যাচ, মনে করছেন জনপ্রিয় ধারাভাষ্যকার সায়মন ডুল।
'যখন নীল-সবুজ দল (ভারত-পাকিস্তান) মুখোমুখি হবে তখন সেটা দেখা হবে অনেক বেশি উত্তেজনাকর। আমি আসলে এশিয়া কাপ দেখার জন্য মুখিয়ে আছি। কোহলি না খেললেও ভারত পাকিস্তান ম্যাচ সারাবিশ্ব দেখবে।'

সাবেক এই অস্ট্রেলিয়ান মনে করছেন, কোহলি ছাড়াও অনেক বেশি শক্তিশালী ভারত। এই দলের অভিজ্ঞ এবং তরুণ ক্রিকেটারদের প্রশংসায় তিনি আরও বলেন,
'ভারত একজনের দল নয়। কোহলির জায়গা কেউ নিতে পারবে না- এটা ঠিক। তবে মানিশ পাণ্ডে, আম্বাতি রায়ুডুর জন্য এটা বড় সুযোগ। আর মহেন্দ্র সিং ধোনির কথা ভুলবেন না।
'আমি মনে করি রোহিত শর্মার এই দলটি দারুণ। তাদের এমন কিছু বোলার আছে যারা নিয়মিত রিভার্স সুইং করাতে পারে। ডেথ ওভারের জন্য চাহাল, যাদব, অক্ষরদের মতো ভারতে বেশ কয়েকজন স্পিনার আছে।'
এবারের এশিয়া কাপ শুরু হচ্ছে ১৫ই সেপ্টেম্বর, বাংলাদেশ-শ্রীলংকার ম্যাচের মধ্য দিয়ে। ১৯ই সেপ্টেম্বরে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।