সৈকতকে শুধুই সতর্ক করা হচ্ছে

ছবি: মোসাদ্দেক হোসেন সৈকত - ছবি বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সাব্বির রহমান, নাসির হোসেন এবং মোসাদ্দেক হোসেন সৈকত এই তিন ক্রিকেটারকে আজ তলব করা হয়েছিল ডিসিপ্লিনারি কমিটি থেকে।
তবে এই যাত্রা বেঁচে যাচ্ছেন নাসির হোসেন এবং মোসাদ্দেক হোসেন সৈকত। কেননা ডিসিপ্লিনারি কমিটি থেকে তাদেরকে তেমন শাস্তির প্রস্তাব করা হয়নি।
বর্তমানে পায়ের অপারেশনের পর বিশ্রামে থাকায় নাসিরকে কোন শাস্তি না দেয়ার প্রস্তাব করা হয়েছে।

অপরদিকে স্ত্রীর করা অভিযোগের ভিত্তিতে মোসাদ্দেক হোসেন সৈকতকে শুধু সতর্ক করার ব্যাপারে জানানো হয়েছে।
তাঁর বিষয়টি মূলত আদালতের ওপরেই ছেড়ে দেয়া হয়েছে। এই প্রসঙ্গে বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক বলেছেন,
'মোসাদ্দেককে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে তাকে সাবধানে চলতে বলা হয়েছে। মোসাদ্দেকেরটা পারিবারিক মামলা। বিচার-বিবেচনা করে আমরা তাকে নির্দেশনা দিয়েছি।'
সৈকতকে ভবিষ্যতের জন্য সংযত হয়ে চলার জন্য সতর্ক করে দেয়া হয়েছে বলেও নিশ্চিত করেছেন মল্লিক। তাঁর ভাষ্যমতে,
'তাকে সাবধান করা হয়েছে। ভবিষ্যতে সে যাতে নিজেকে সংযত করে চলে, এ বিষয়ে বলা হয়েছে। এটা যেহেতু বিচারাধীন বিষয়। কোর্ট থেকে যা বলা হবে, সেটাই তার ক্ষেত্রে প্রযোজ্য হবে।'