বিপিএলের নতুন গভর্নিং কাউন্সিলের নাম ঘোষণা

ছবি: শেখ সোহেল

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দীর্ঘদিন থেকে লিভার এবং কিডনি সমস্যায় ভুগে গত ৯ই অগাস্ট পৃথিবী থেকে বিদায় নেন বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা।
তাঁর বিদায়ের পর থেকেই পরবর্তী চেয়ারম্যান কে হবেন সেটি নিয়ে চলে আসছিল জল্পনা কল্পনা। মাঝে একবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের চেয়ারম্যান হওয়ার গুঞ্জন উঠেছিল।

তবে এবার সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাম ঘোষণা করা হয়েছে। সিনহার স্থলাভিষিক্ত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বিসিবি পরিচালক শেখ সোহেলকে।
সাংবাদিকদের সামনে এই বিষয়টি এরই মধ্যে নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং বডির সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। এই প্রসঙ্গে তিনি বলেছেন,
'আমরা গভর্নিং কাউন্সিল নিয়ে মিটিং করেছি, যেখানে সিদ্ধান্ত হয়েছে বিপিএলের ভারপ্রাপ্ত চ্যাম্পিয়ন হিসেবে গভর্নিং কাউন্সিলকে নেতৃত্ব দিবেন শেখ সোহেল।'
ইসমাইল হায়দার আরও বলেন, 'আমরা বিপিএলের ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে বসেছিলাম, আপনারা জানেন যে ৫ জানুয়ারি তারিখ থেকে বিপিএল শুরু। এই কারণেই ফ্র্যাঞ্চাইজিদের সাথে নিয়ে আমরা আজ মিটিং করলাম, তাদেরকে আমাদের সিদ্ধান্তগুলোও জানালাম।