চার অর্ধশতকের কথা ভাবেননি তামিম

ছবি: তামিম ইকবাল- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
২০১২ সালের এশিয়া কাপের আগে অনেকটাই অফ ফর্মে ছিলেন টাইগার ওপেনার তামিম ইকবাল। একের পর এক ম্যাচে ব্যর্থতার পরিচয় দেয়ায় তাকে দল থেকে বাদ দেয়ার প্রসঙ্গও উঠেছিল সেসময়।
তবে সমালোচনার মোক্ষম জবাব দেয়ার জন্যই বুঝি তক্কে তক্কে ছিলেন তামিম। আর এই কারণে এশিয়া কাপকেই বেঁছে নিয়েছিলেন তিনি। টানা চার ম্যাচে অর্ধশতক হাঁকিয়ে সামর্থ্যের প্রমাণ দেয়া সেই তামিম খেলতে যাচ্ছেন আরেকটি এশিয়া কাপে।

আর আগামী মাসের ১৫ তারিখ থেকে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের আগে এটিএন নিউজের কাছে ২০১২ সালের স্মৃতিচারণ করেছেন তিনি। জানিয়েছেন টানা চার অর্ধশতক হাঁকানোর সময় তেমন কিছুই চিন্তা করেননি। বরাবরের মতো এবারও নিজের সেরাটা দেয়ার চেষ্টা থাকবে বলেও উল্লেখ করেছেন তামিম। বলেছেন,
'যেসময় চারটি ফিফটি করেছিলাম সেসময় তেমন কিছু চিন্তা করিনি। আমার কাছে মনে হয় ১৫ তারিখের প্রথম বলটি যদি আমি ফেস করি তাহলে আমার সেরাটা দেয়ার চেষ্টা করবো।'
যদিও ম্যাচ নিয়ে চিন্তা করার থেকেও তামিমের কাছে বেশি গুরুত্ব পাচ্ছে বল বাই বল খেলা। আর এই কারণে নির্দিষ্ট একটি বল নিয়ে ভাবাটাকেই শ্রেয় হিসেবে দেখছেন তিনি। আর সেই অনুযায়ী খেলতে পারলে সাফল্য ধরা দিবে বলেও বিশ্বাস তাঁর। তামিম ইকবাল বলেন,
আমার সবসময় মনে হয় পাঁচ কিংবা ছয় ম্যাচে কি করবো সেটি চিন্তা না করে নির্দিষ্ট একটি বল নিয়ে যদি আমি ভাবি এবং সেই অনুযায়ী যদি আমি কাজ করি তাহলে সেটি আমার জন্য বেশি লাভবান হবে।'