পূজারার লড়াকু শতকেও নিয়ন্ত্রণ ইংল্যান্ডের হাতে

ছবি: চেতেশ্বর পূজারা

||ডেস্ক রিপোর্ট||
দারুণ জমে উঠেছে ইংল্যান্ড এবং ভারতের মধ্যকার চতুর্থ টেস্টটি। যদিও সাউদাম্পটনে অনুষ্ঠিত এই ম্যাচে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ রয়েছে স্বাগতিক ইংলিশদের হাতেই। কেননা ইংল্যান্ডের প্রথম ইনিংসে ২৪৬ রানের জবাবে মাত্র ২৭৩ রানে অলআউট হয়ে গিয়েছে সফরকারী ভারত।
ভারতের এই রানের জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে বিনা উইকেটে ৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে জো রুটের ইংল্যান্ড। ফলে কোহলিদের থেকে বর্তমানে ২১ রানে পিছিয়ে আছে তারা।
সফরকারীদের পক্ষে বলতে গেলে একাই লড়াই করে গেছেন ডানহাতি ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা। এক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলেও আরেক প্রান্ত ঠিকই আগলে রেখেছিলেন তিনি।
বিরুদ্ধ স্রোতে দাঁড়িয়ে ১৫তম টেস্ট শতকও তুলে নিয়েছেন এই ৩০ বছর বয়সী ভারতীয়।

শেষ ব্যাটসম্যান হিসেবে ব্রডের বলে জাসপ্রিত বুমরাহ আউট হলে আর ইনিংস বড় করতে পারেননি পূজারাও। শেষ পর্যন্ত অপরাজিত ১৩২ রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে। আর ভারত পেয়েছিল ২৭ রানের লিড।
এদিন ভারতকে এত অল্প রানে বেঁধে ফেলার মূল কৃতিত্ব অবশ্য দিতে হবে ইংলিশ অলরাউন্ডার মইন আলিকে। কারণ তাঁর দুর্দান্ত বোলিং ঘূর্ণির সামনে বেশ নাজেহাল হতে হয়েছে ভারতীয় ব্যাটসম্যানদের। ১৬ ওভারে মাত্র ৬৩ রান দিয়ে একাই ৫ উইকেট শিকার করেছেন ৩১ বছর বয়সী এই তারকা।
তাঁর উইকেটের তালিকায় ছিলেন রিশাভ পান্ট, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্র অশ্বিন, মোহাম্মদ শামি এবং ইশান্ত শর্মা। মইন ছাড়াও ৬৩ রান খরচায় ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন পেসার স্টুয়ার্ট ব্রড। আর স্যাম কুরান ও বেন স্টোকস পেয়েছেন ১টি করে উইকেট।
এদিকে পূজারার শতকের দিনে ৪৬ রানের একটি কার্যকরী ইনিংস খেলেছিলেন অধিনায়ক ভিরাট কোহলিও। আর এরই সাথে ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৬ হাজার রানের মাইলফলকে পা রেখেছেন তিনি। এর আগে যেই রেকর্ডটি গড়েছিলেন কিংবদন্তী সুনীল গাভাস্কার। ৬৫টি টেস্ট খেলে এই রান সংগ্রহ করেছিলেন তিনি। তবে মাইলফলকটি স্পর্শ করতে কোহলির খেলতে হল ৭০টি ম্যাচ।
উল্লেখ্য এর আগে এই টেস্টের প্রথম দিন শুরুতে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংলিশ অধিনায়ক জো রুট। কিন্তু এরপর খেলতে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে মাত্র ২৪৬ রানে অলআউট হয়ে যায় তারা। সর্বোচ্চ ৭৮ রান করেছিলেন লোয়ার অর্ডার ব্যাটসম্যান স্যাম কুরান। আর দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান এসেছে অলরাউন্ডার মইন আলির ব্যাট থেকে।
টেস্টের প্রথম দিন ভারতীয়দের পক্ষে সবথেকে সফল বোলার ছিলেন পেসার জাসপ্রিত বুমরাহ। ২০ ওভারে ৪৬ রান খরচায় ৩ উইকেট শিকার করেন তিনি। অপরদিকে ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি এবং রবিচন্দ্র অশ্বিন প্রত্যেকেই ২টি করে উইকেট লাভ করেন।
ভারত একাদশ-
শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, ভিরাট কোহলি (অধিনায়ক), আজিংকা রাহানে, রিশাভ পান্ট (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্র অশ্বিন, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা, জাসপ্রিত বুমরাহ।
ইংল্যান্ড একাদশ-
অ্যালিস্টার কুক, কিটন জেনিংস, জো রুট (অধিনায়ক), জনি বেয়ারস্টো, বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), মইন আলি, স্যাম কুরান, আদিল রশিদ, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড (প্রথম ইনিংস)- ২৪৬ (অলআউট) (কুরান- ৭৮, আলি- ৪০) (বুমরাহ- ৩/৪৬, ইশান্ত- ২/২৬)
ভারত (প্রথম ইনিংস)- ২৭৩ (অলআউট) (পূজারা-১৩২*, কোহলি- ৪০) (আলি- ৫/৬৩, ব্রড- ৩/৬৩)
ইংল্যান্ড (দ্বিতীয় ইনিংস)- ৬/০ (জেনিংস- ৪*, কুক- ২*)
টস- ইংল্যান্ড (ব্যাটিং)