'রান মেশিন' কোহলির আরেকটি কীর্তি

ছবি: ভিরাট কোহলি

|| ডেস্ক রিপোর্ট ||
ব্যাট হাতে বর্তমানে ফর্মের তুঙ্গে আছেন ভারতের টেস্ট অধিনায়ক ভিরাট কোহলি। দেশের হয়ে একের পর এক রেকর্ডে নাম লিখিয়ে যাচ্ছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে চলমান চতুর্থ টেস্টেও দারুণ একটি রেকর্ড গড়েছেন ভারতের এই রান মেশিন।
নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ৬ হাজার রানের মাইলফলকে পা রেখেছেন কোহলি। এই কীর্তিতে নাম লেখানোর জন্য মাত্র ৬ রান প্রয়োজন ছিল ভারতীয় অধিনায়কের। সাউদাম্পটন টেস্টের দ্বিতীয় দিন খেলতে নেমে এই রান তুলে নেন তিনি।

পাশাপাশি কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাস্কারের পর দ্রুততম সময়ের মধ্যে টেস্টের ৬ হাজারি ক্লাবে পা রাখার গৌরব অর্জন করলেন ২৯ বছর বয়সী কোহলি। এদিন ভারতের ইনিংসের ২২ তম ওভারে ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনকে বাউন্ডারি হাঁকিয়ে এই রেকর্ডে নাম লেখান অধিনায়ক ভিরাট।
এর আগে কোহলির থেকে অবশ্য কম ম্যাচ খেলেই ৬ হাজারি রানের এলিট ক্লাবে পা রেখেছিলেন সুনীল গাভাস্কার। এই কীর্তি গড়তে তাঁকে খেলতে হয়েছিল ৬৫টি টেস্ট। অপরদিকে সাউদাম্পটন টেস্টটি সহ এখন পর্যন্ত ৭০টি টেস্টে অংশ নিয়েছেন কোহলি।
এদিকে অধিনায়কের এই কীর্তিতে ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) বেশ আপ্লূত। নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে কোহলিকে অভিনন্দন জানিয়েছে তারা। সেখানে তারা লিখেছে,
'আরেকটি দিন, আরেকটি মাইলফলক অধিনায়কের। ৬ হাজার রান টেস্টে এবং এটি চলছেই'
Another day, another milestone for captain @imVkohli. 6K and counting in Tests