promotional_ad

বল এখন মিথুনের কোর্টে

মোহাম্মদ মিথুন
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিথুনের সামনে ফের জাতীয় দলের জার্সি পরিধানের সুযোগ অপেক্ষা করছে। বছরের শুরুতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আনামুল হক বিজয়ের বদলী হিসেবে ওপেনিং পজিশনে খেলেছিলেন তিনি।


 এরপর জাতীয় দলের হয়ে খেলা হয়নি তার। আট মাস পর সাব্বির রহমানের জায়গায় সুযোগ পাওয়া ২৮ বছর বয়সী মিথুনের সামনে সুযোগ থাকছে জাতীয় দলে জায়গা পাকা করার। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু মনে করেন, মিথুনের আসন্ন এশিয়া কাপেই পারফর্ম করার সুযোগ লুফে নেয়া উচিত।


যদিও এবার টপ অর্ডার ব্যাটসম্যান মিথুনকে নয়, বরং মিডেল অর্ডার ব্যাটসম্যান মিথুনকে দেখতে চান তিনি। ক্রিকবাজকে তিনি এই প্রসঙ্গে বলেছেন,



promotional_ad

'তার উচিত এই সুযোগ লুফে নেয়া। সে হয়তো টপ অর্ডারে ব্যাট করে এসেছে। কিন্তু সে নিচেও ব্যাট করতে পারে। আমরা দেখেছি, ভিন্ন পজিশনেও সে পারফর্ম করতে পারে।'


এশিয়া কাপ স্কোয়াড ঘোষণার আগে ধারনা করা হয়েছিল, আয়ারল্যান্ডে বাংলাদেশ এ দলের সিরিজের দারুন পারফর্ম করা মমিনুল হক জায়গা পাবেন টাইগার স্কোয়াডে। কিন্তু মমিনুলের জায়গায় মিথুনকে বেঁছে নেয়ার কারণ জানিয়েছেন নান্নু।


মূলত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও কোচ স্টিভ রোডসের চাহিদার সাথে মিথুনের সামর্থ্যের মিল থাকায় স্কোয়াডে সুযোগ পেয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।


'আমরা একজন ছয় নম্বর ব্যাটসম্যান খুঁজছিলাম। আর সে বেশ কয়েকটি ভালো ইনিংস খেলেছে আয়ারল্যান্ড সিরিজে। আর অধিনায়ক ও কোচ একজন মিডেল অর্ডার ব্যাটসম্যান চেয়েছেন যে কিনা স্পিন ভালো খেলে। তারা মিথুনের নাম বলেছিল এবং আমরা সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছি,'  বলেছেন প্রধান নির্বাচক।



এখন অধিনায়ক ও কোচের আস্থার প্রতিদান দেয়ার দায়িত্ব বর্তাবে মিথুনের ওপর, যিনি কিনা ২০১৬ সালের টি-টুয়েন্টির এশিয়া কাপেও বাংলাদেশ দলের অংশ ছিলেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball