promotional_ad

মাঠেই গড়াল না রিয়াদদের ম্যাচ

ছবিঃ টুইটার
promotional_ad

||  ডেস্ক রিপোর্ট ||


শুক্রবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে মাহমুদুল্লাহ রিয়াদ-ক্রিস গেইলদের ম্যাচে এক বলও মাঠে গড়ায়নি। বৃষ্টির কারণে টস পর্যন্ত হয়নি, শেষ পর্যন্ত পরিত্যাক্ত হয় ম্যাচটি। দু'দলকে পয়েন্ট ভাগাভাগি করে হোটেলে ফিরতে হয়েছে।


যদিও বৃষ্টি থেমে যাওয়ার পর এক পর্যায়ে দুই দফায় ম্যাচ শুরু করার কথা ভেবেছিলেন আম্পায়াররা। কিন্তু মাঠ পরিদর্শনে গিয়ে পিচের আশেপাশের কয়েকটি জায়গায় নরম কাদামাটি চোখে পড়ে তাদের।


এমতাবস্থায় খেলা চালিয়ে গেলে ক্রিকেটাররা ইনজুরিতে পড়তে পারেন। এই শঙ্কা নিতে চাননি ম্যাচের আম্পায়াররা। যার ফলে পরবর্তীতে ম্যাচটিকে পরিত্যাক্ত ঘোষণা করতে করেন তারা।


promotional_ad

এখন পর্যন্ত চলমান সিপিএলে ৭ ম্যাচের তিনটিতে জয় এবং তিনটিতে পরাজয় নিয়ে টেবলের চতুর্থ স্থানে আছে রিয়াদরা। অন্যদিকে ৯ ম্যাচে মাত্র দুটিতে জয়ের মুখ দেখেছে সেন্ট লুসিয়া। তারা আছে টেবিলের পঞ্চম স্থানে।


এদিকে এশিয়া কাপের জন্য টাইগার স্কোয়াডে যোগ দিতে ৭ তারিখ দেশে ফিরে আসার পর টাইগার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদের। আর দেশে ফেরার আগে সিপিএলে আরো ২টি ম্যাচ খেলতে পারবেন তিনি।


চলমান এই টুর্নামেন্টে ইতিমধ্যে শুক্রবারের ম্যাচ বাদে ৫টি ম্যাচ খেলেছেন।  নিজের প্রথম ম্যাচে ১৬ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ম্যাচে খেলেন ২২ রানে ঝড়ো এক ইনিংস। তবে নিজের তৃতীয় ও চতুর্থ ম্যাচে অবশ্য সুযোগ হয়নি ব্যাট করার।


এদিকে দলের চতুর্থ ও নিজের তৃতীয় ম্যাচে এসে অধিনায়ক ক্রিস গেইল বোলিংয়ে আস্থা রেখেছিলেন টাইগার এই অলরাউন্ডারের উপর। বোলিংয়ে নিয়ে এসেছিলেন ইনিংসের দ্বিতীয় ওভারেই। বল হাতে অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন তিনি। নিজের করা চার ওভারে ২০ রান খরচাতে তুলে নিয়েছিলেন ২ উইকেটে।


দলও ম্যাচ জিতেছিলো ৭ উইকেটের বিশাল ব্যবধানে। সবশেষ ম্যাচে গায়ানার বিপক্ষে ৬ বলে মাত্র ৪ রান করে আউট হয়েছেন। বল হাতে মাত্র ১ উইকেট দখল করেছেন তিনি। সেই ম্যাচে তার দল সেন্ট কিটস হেরেছে ৪ উইকেটের ব্যবধানে। ৬ ম্যাচ খেলে মাহমুদুল্লাহদের জয় মাত্র ৩ ম্যাচে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball