ভারতীয় পেসে নাকাল ইংল্যান্ড

ছবি: ভারতীয় দল

|| ডেস্ক রিপোর্ট ||
সাউদাম্পট টেস্টের প্রথম দিনে ভারতীয় পেসারদের দাপট দেখল ক্রিকেট বিশ্ব। বুমরাহ, ইশান্ত ও শামিদের দাপুটে বোলিংয়ে নিজের প্রথম ইনিংসে স্বাগতিক ইংল্যান্ড ২৪৬ রানে অল আউট হয়েছে।
এরপর ব্যাটিংয়ে নেমে ভারত কোনো উইকেট না হারিয়ে ১৯ রান করে দিন শেষ করেছে। ভারতের হয়ে ৩ রানে অপরাজিত আছেন শিখর ধাওয়ান। তার সঙ্গী লোকেশ রাহুল ১১ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন। প্রথম দিন শেষ তারা পিছিয়ে আছে ২২৭ রানে।
এর আগে দিনের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই কিটন জেনিংসকে লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করেন ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ। স্কোরবোর্ডে তখন ইংল্যান্ডের রান মাত্র ১।

জেনিংস আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। এরপর ইনিংসের অষ্টম ওভারে ইশান্ত শর্মার এলবির আবেদনে আম্পায়ার আঙ্গুল তুলে দিলে সঙ্গে সঙ্গে রিভিউ নেন ইংলিশ দলপতি জো রুট।
তবে বাঁচতে পারেননি তিনি। দলীয় ১৫ রানে দলকে খাদের কিনারায় রেখে তিনি আউট হয়েছেন মাত্র ৪ রান করে। বুমরাহর করা ১৩তম ওভারের শেষ বলে জনি বেয়ারস্টো ব্যাটের কানা ছুঁইয়ে ক্যাচ দেন উইকেটের পেছনে রিশাভ পান্টের হাতে। সেই ক্যাচ লুফে নিতে ভুল করেননি ভারতীয় উইকেটরক্ষক।
তিনি সাজঘরে ফিরেন ৬ রান করে। অ্যালিস্টার কুক একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকলেও ইনিংস লম্বা করতে পারেননি। তিনি হার্দিক পান্ডিয়ার করা ১৮তম ওভারের প্রথম বলে ১৭ রান করে ক্যাচ দেন কোহলির হাতে।
জস বাটলার লাঞ্চ পর্যন্ত টিকে গেলেও বিরতির পর পরই তিনি ২৪ বলে ২১ রান করেন দলীয় ৬৯ রানে শামির বলে আউট হন। এরপর বেন স্টোকসও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। তিনি ২৩ রান করে মোহাম্মদ শামির বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড।
সপ্তম উইকেটে মঈন আলী ও স্যাম কুরান ৮১ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন। মঈন ৪০ রান করে রবিচন্দ্রন অশ্বিনের শিকার হলে আবারও শুরু হয় ইংলিশ ব্যাটসম্যানদের আসা যাওয়া।
এরপর পরই স্যাম কুরান ৭৮ রান করে অশ্বিনের বলে বোল্ড হয়ে আউট হন। এরপর আর কেউই দাঁড়াতে না পারলে ইংল্যান্ড অল আউট হয় ২৪৬ রানে। ৬ রান করা রশিদকে ইশান্ত ও ১৭ রান করা ব্রডকে ফিরিয়েছেন বুমরাহ।