promotional_ad

এবার আন্তর্জাতিক ক্রিকেটেও নিষিদ্ধ হচ্ছেন সাব্বির?

সাব্বির রহমান
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ঘরোয়া ক???রিকেট থেকে এরই মধ্যে ছয় মাসের নিষেধাজ্ঞা পার করে এসেছেন সাব্বির। কিন্তু এরপরেও হয়তো ফাঁড়া কাটছে না এই ক্রিকেটারের।


কেননা উইন্ডিজ সফরে আবারও কান্ড ঘটানোয় এবার শুধু ঘরোয়া ক্রিকেট থেকেই নয়, আন্তর্জাতিক ক্রিকেট থেকেও নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে সাব্বিরের। অন্তত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের বক্তব্যে এরই আভাস মিলেছে, 



promotional_ad

'কেউ যদি অন্যায় করে থাকে তাহলে অবশ্যই আমরা চেষ্টা করবো তাঁকে সেখান থেকে বিরত রাখা। সে যদি বিরত না হয় তাহলে আমাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। আর চূড়ান্ত সিদ্ধান্ত আমার কাছে একটাই। সেটি হল জাতীয় দল থেকে বাদ দেয়া। সে জাতীয় দলে খেলতে পারবে না। এখন আন্তর্জাতিক ক্রিকেটে বাদ দেয়ার থেকে আর বেশি কি করতে পারবো আমরা? আর আমরা তো কাউকে জেলেও দিতে পারবো না', বলেন বিসিবি প্রধান। 


সুতরাং বিসিবি প্রধানের কথা যদি সত্যিই হয় তাহলে হয়তো খুব শীঘ্রই আন্তর্জাতিক ক্রিকেটের দরজা বন্ধ হয়ে যাচ্ছে সাব্বিরের জন্য। এরই মধ্যে একটি সঙ্কেতও পেয়ে গিয়েছেন তিনি। এশিয়া কাপের ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি সাব্বিরের। পারফর্মেন্সের ইস্যু তো ছিলোই, পাশাপাশি মাঠের বাইরের কর্মকান্ডও ছিল সুযোগ না পাওয়ার পেছনে মূল প্রভাবক।


খ্যাতি এবং সম্মাননা যে একজন ক্রিকেটারকে কতটা নিচে নামিয়ে আনতে পারে সেটি সাব্বির রহমানকে দেখলেই বোঝা যায় ভালোভাবে। বর্তমানে তাঁর একের পর এক বিতর্কিত কর্মকান্ডে অতিস্ট হয়ে আছে বিসিবিও। 



সেই কারণে কঠিন শাস্তির কথাই উল্লেখ করেছেন বোর্ড সভাপতি পাপন। সেই কঠিন শাস্তি যে কি সেটি তো খোলাসা করে দিয়েছেনই পাপন। ফলে সবদিক বিবেচনা করে বলা চলে সাব্বিরের আন্তর্জাতিক ক্রিকেটে যবনিকাপাত ঘটার খুব একটা বাকি নেই। যদি না তিনি দ্রুতই নিজেকে না শুধরান। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball