ধৈর্যের সুফল মিলল মিথুনের

ছবি: মোহাম্মদ মিথুন

|| ক্রিকফ্রেঞ্জি ডেস্ক ||
২০১৪ সালের জুনে অভিষেক হলেও এখন পর্যন্ত ওয়ানডে দলে থিতু হতে পারেননি বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন। থিতু হওয়া তো দূরের কথা, এখন পর্যন্ত খেলেছেন কেবল তিন ওয়ানডেতে!
বছরের শুরুতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে সুযোগ পেলেও মেলে ধরতে পারেননি নিজেকে। তবে ভড়কে যাননি ২৭ বছর বয়সী এই ওপেনার। নিয়মিতই চেষ্টা করে গিয়েছেন জাতীয় দলে জায়গা করে নেওয়ার।

অবশেষে এশিয়া কাপের স্কোয়াডে ডাক মিলেছে তার। এই স্কোয়াডে তামিম ইকবাল ছাড়াও মিথুনের বাকী দুই সঙ্গী নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাস। তামিমের সঙ্গে ওপেন করতে নামবেন তিনজনের যেকোনো একজন।
আর অভিজ্ঞতা, ফরম্যাট এবং বর্তমান ফর্মে একাদশে ঠাই পেতে পারেন মোহাম্মদ মিথুনই। কেননা সম্প্রতি 'এ' দলের হয়ে আয়ারল্যান্ডে ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়েছেন তিনি।
ওখানকার কন্ডিশনে বিভিন্ন ফরম্যাটে ৮০, ৭৩, ৮৭* রানের মতো দারুণ কিছু ইনিংস আছে তার। এছাড়াও ওয়ানডে ফরম্যাটে তরুণ শান্ত এবং টি-টুয়েন্টির জন্য বিশেষভাবে যত্নে থাকা লিটন দাসের চাইতে সবার পছন্দে এগিয়ে থাকবেন মিথুনই।
তাই বলা চলে আরব আমিরাতে হয়তো মিথুনকেই ওপেন করতে দেখা যাবে। উল্লেখ্য, এবারের স্কোয়াডে ডাক মেলেনি এনামুল হক বিজয়ের। এছাড়া সৌম্য সরকারকেও রাখা হয়নি এবারের স্কোয়াডে। টানা অফফর্মে থাকা সাব্বির রহমানকেও বাদ দিয়েছে নির্বাচকরা।