বাদ পড়লেন ডেভন স্মিথ

ছবি:

ভারত সফরের জন্য ১৫ সদস্যর টেস্ট দল ঘোষণা করছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার আসন্ন সিরিজটিকে সামনে রেখে দল ঘোষণা করে দেশটির ক্রিকেট বোর্ড।
আগামী ৪ই অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচের এই টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে জায়গা মেলেনি বামহাতি ওপেনার ডেভন স্মিথের। চলতি বছরের জানুয়ারিতে তিন বছর পর দলে ফিরে আবারো বাদ পরতে হল তাকে।
স্মিথের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজ নির্বাচক প্যানেল ইনজুরি কাটিয়ে ফেরা সুনীল আমব্রিসকে দলে অন্তর্ভুক্ত করেছেন। তাছাড়াও দলে ডাকা হয়েছে পেসার অ্যালজ্যারি জোসেফ এবং স্পিনার জেমেল ওয়ারিকানকে।

স্পিন আক্রমণে দেবেন্দ্র বিশুকে সাথে দ্বিতীয় স্পিনার হিসেবে থাকবেন তিনি। নির্বাচক কমিটির চেয়ারম্যান কোর্টনি ব্রাউন বলেন,
"সুনীল আমব্রিসকে আমরা দলে স্বাগত জানাচ্ছি, যিনি ইনজুরির কারণে সবশেষ সিরিজ খেলতে পারেনি। সেই সাথে জেমেল ওয়ারিক্যানেরকেও আমরা দলে নিয়েছি দ্বিতীয় স্পিনার হিসেবে।"
২৬শে সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে রওনা দিবে উইন্ডিজরা। সফরে তারা দুই টেস্ট ছাড়াও ৫ টি ওয়ানডে এবং ৩ টি-টি-টুয়েন্টি খেলবে।
উইন্ডিজদের টেস্ট স্কোয়াড : জেসন হোল্ডার (অধিনায়ক), সুনীল আমব্রিস, দেবেন্দ্র বিশু, ক্রেইগ ব্র্যাথওয়েট, রস্টন চেজ, শেন ডরউইচ, শ্যানন গ্যাব্রিয়েল, জাহার হ্যামিলটন, শিমরন হ্যাটমিয়ার, শাই হোপ, আলজেরারি জোসেফ, কিমো পল, কাইরন পাওয়েল, কেমার রোচ, জ্যামেল ওয়ারিকান।