'পাওয়ার ক্রিকেটে' বিশ্বাসী সৌম্য সরকার

ছবি: সৌম্য সরকার, ক্রিকফ্রেঞ্জি

||ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট||
ব্যাটিং পরামর্শক বা কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে খুব বেশি কাজ করা হয়নি সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান নেইল ম্যাকেঞ্জির। টাইগারদের হয়ে তাঁর প্রথম অ্যাসাইনমেন্ট ছিল গত ওয়েস্ট ইন্ডিজ সিরিজটি।
সেই সিরিজের মাঝামাঝি সময়ে বাংলাদেশ দলের দায়িত্ব বুঝে নিয়েছিলেন ম্যাকেঞ্জি। আর ক্যারিবিয়ানদের বিপক্ষে টি টুয়েন্টি সিরিজ চলাকালীন সময়ে ব্যাটসম্যানদের নিজেদের সহজাত খেলাটি খেলার পরামর্শই দিয়েছিলেন তিনি। তাঁর ধারণা মতে নিজের খেলাটি খেলতে পারলেই যেকোনো ব্যাটসম্যান সাফল্য অর্জন করতে সক্ষম হবেন।
খুব বেশিদিন ম্যাকেঞ্জির সাথে কাজ না করলেও এই ব্যাপারে প্রোটিয়া কোচের সাথে অনেকটাই একমত টাইগার ওপেনার সৌম্য সরকারও। স্বাভাবিক খেলাটাকেই মূল অস্ত্র হিসেবে মনে করছেন তিনি। মিরপুরের হোম অফ ক্রিকেটে সাংবাদিকদের সাথে আলাপকালে সৌম্য তাই বলেছেন,

'আমি ওর (ম্যাকেঞ্জি) সাথে বেশিদিন কাজ করিনি। টি-টুয়েন্টির সময় গিয়েছিলাম। অল্প কাজ করার সুযোগ হয়েছে। তবে যতটুকু কথা হয়েছে তিনি স্বাভাবিক খেলাটাই খেলার কথা বলেছেন। কেননা স্বাভাবিক খেলা থেকে কেউ বের হলে আপনি বুঝতে পারবেন যে ও স্বাভাবিক খেলার মধ্যে নেই। ও খেলার বলটা খেলছে না। বা একটু শেকি নেস (হাত কাঁপা বা অনভ্যস্ত অর্থে) আছে। সে যদি দলের জন্য খেলে বা সঠিক উপায়ে খেলে তাহলে সে মারার বলটা মারবেই।'
তবে কোচের কথা দলের সকল ক্রিকেটাররা একই ভাবে যে গ্রহণ করার ক্ষমতা কিংবা মানসিকতা নেই সেটিও স্বীকার করে নিয়েছেন সৌম্য সরকার। ক্রিকেটাররা কিভাবে কথাগুলো মানসপটে সাজাবেন সেটি ব্যক্তিভেদে ভিন্ন হবেই বলে মতামত এই ওপেনারের। কোন বল কখন মেরে খেলবেন সেটি বোঝার বিষয়টি ব্যাটসম্যানদের ওপরেই ছেড়ে দিয়েছেন তিনি। সৌম্যর ভাষ্যমতে,
'আসলে এক এক জনের নেয়ার ধরণ এক এক রকম। দেখা যাচ্ছে কেউ আজকে মারার বলটা মারতে গিয়ে আউট হয়ে গেল, সে আর পরের দিন ওই বলে মারবে না। আবার দেখা গেল কেউ একটা মারার বল ছেড়ে দিল, পরে আবার ওই বলেই মারতে গেল, এটা আসলে এক এক জনের ক্ষেত্রে এক এক রকম।'
টি টুয়েন্টিতে সৌম্য সরকারের স্ট্রাইক রেট ১২০ এরও ওপরে। সুতরাং এই ফরম্যাটে মোটামুটি আক্রমণাত্মক একজন ব্যাটসম্যান হিসেবেই অভিহিত করা যায় তাঁকে।
ব্যক্তিগতভাবে পাওয়ার হিটিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করা সৌম্যও জানিয়েছেন মারার বল কখনোই ধরে খেলার পক্ষপাতী নন তিনি। নিজের মতো করে খেলেই দলের জন্য অবদান রাখতে চান এই টাইগার ওপেনার। আর তাই বললেন,
'আমি আসলে মারার বলটা মারি সবসময়। কোচের কথা জানি না, কিন্তু আমি পাওয়ার ক্রিকেট খেলি। মারার বলটা সবসময় মারার চেষ্টা করি।'