নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসবেন রোডস

ছবি: ছবি - ক্রিকফ্রেঞ্জি

||ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট||
ব্যস্ত সফর সূচির কারণে নিয়োগ পাওয়ার পর নির্বাচকদের সঙ্গে আলাদা করে আলোচনায় বসার সুযোগ হয়নি টাইগারদের নতুন কোচ স্টিভ রোডসের। অবশেষে কোচের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসছেন জাতীয় দলের নির্বাচকরা।
বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই দলের সাথে যোগ দিয়েছেন প্রধান কোচ স্টিভ রোডস। প্রথম মিশনে তাকে সফলই বলতে হবে। টেস্ট সিরিজ হারলেও ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে রোডসের শিষ্যরা।

রোডসের সাথে নান্নু-বাশারদের এবারের আলোচনা মূলত এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড নিয়েই। এর আগে বুধবার বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে নির্বাচকদের। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান নেয়া হয়েছে বলে জানা গেছে।
এদিনই নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আঙুলের ইনজুরি সাকিবকে ভোগালেও এশিয়া কাপে খেলছেন তিনি।
এই টুর্নামেন্টে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন এই অলরাউন্ডার। এদিকে, ২৭ তারিখ থেকে শুরু হওয়া বাংলাদেশ দলের এশিয়া কাপের ক্যাম্প ইতিমধ্যে তিনদিন ধরে চলছে। ২৯ তারিখ হজ থেকে দেশে ফেরা সাকিবকে দ্রুতই ক্যাম্পে যোগ দিতে দেখা যাবে বলে জানা গেছে।