promotional_ad

ওয়ানডে ফরম্যাটে 'নতুন' সৌম্য?

ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বাংলাদেশ দলের ওয়ানডে সেট আপে ভিন্ন দায়িত্বে দেখা যেতে পারে সৌম্য সরকারকে। টপ অর্ডারে নিয়মিত খেলে আসলেও ২০১৯ বিশ্বকাপকে মাথায় রেখে লোয়ার মিডেল অর্ডারে জায়গা হতে পারে তার। 


ভেতরের খবর, নতুন কোচ স্টিভ রোডসের চাওয়া সৌম্য খেলুক লোয়ার মিডেল অর্ডারে। ৩২ ওয়ানডে খেলা সৌম্য তার ক্যারিয়ারে কখনই লোয়ার অর্ডারে ব্যাট করেননি। তার ক্যারিয়ারে এখন পর্যন্ত ২৫ ম্যাচে ইনিংসের সূচনা করেছেন তিনি। 


বাকি ৭ ম্যাচে খেলেছেন তিন নম্বরে। এবার অবশ্য টিম ম্যানেজমেন্ট চাইলে নিচে খেলতেও প্রস্তুত ২৫ বছর বয়সী সৌম্য। 'সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেখানে খেলে দলকে জেতাতে পারি বা দলকে সাহায্য করতে পারি তাহলেই হল। 


'তাই আমি ওপেন করি বা সাতে খেলি আমার কাজ হবে পারফর্ম করা। আর আমি পারফর্ম করলে দলেরও সাহায্য হবে। এই ব্যাপারে আমি কিছু জানি না, আপনার কাছেই শুনলাম (হাসি..)। তো যদি ওখানে আমাকে খেলতে হয়, তাহলে আমি চেষ্টা করব পরিস্থিতি বুঝে খেলার।'



promotional_ad

লোয়ার অর্ডারে ব্যাট করলে দল সৌম্যর কাছ থেকে ৫-৬ ওভার বোলিং প্রত্যাশা করবে। টি-টুয়েন্টি সম্প্রতি বেশ কয়েক ম্যাচে সাফল্যের সাথে বোলিং করে এসেছেন এই মিডিয়াম পেসার। এছাড়া টেস্ট ক্রিকেটে নতুন বলে বল করার অভিজ্ঞতাও রয়েছে তার। 


ওয়ানডে দলে বেশ কয়েকজন ফ্রন্ট লাইন পেসার থাকলেও আন্তর্জাতিক পর্যায়ে দলের জন্য হাত ঘুরাতে প্রস্তুত আছেন সৌম্য। 'বল তো সবসময়ই করি। আমি যখন শুরুতে জাতীয় দলে খেলেছিলাম তখন দুইজন বা একজন করে পেস বোলার খেলত। 


'এখন তিনজন নিয়মিতই খেলে, তো এজন্যই এখন বোলিংয়ের সুযোগ হয়না নিয়মিত। এখন যখনই খেলি সবসময় বোলিংয়ের জন্য রেডি থাকি। সবসময়ই কষ্ট করি। আমার বোলিং দিয়েও দলকে সাহায্য করার চেষ্টা করি আরকি।,' মিরপুরে সাংবাদিকদের বলেছেন সৌম্য।


ওপেনার সৌম্যকে লোয়ার অর্ডারে খেলতে হলে ওপেনিং পজিশনে কে খেলবে, এই প্রশ্ন তোলা যায়। ওয়েস্ট ইন্ডিজে ওপেনার এনামুল হকের ব্যর্থতা টেস্ট ও টি-টুয়েন্টির ওপেনার লিটন দাসের জন্য ওয়ানডের দুয়ার খুলে দিতে পারে। 



একই সাথে লোয়ার মিডেল অর্ডারে সাব্বির রহমানের নিয়মশৃঙ্খলা জনিত সমস্যা ও ফর্মহীনতার কারনে তার দলে থাকা নিয়ে সন্দেহ রয়ে গেছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball