আফগানিস্তানের একশ'তে নবীরও একশ!

ছবি: আফগানিস্তান দল

|| ক্রিকফ্রেঞ্জি ডেস্ক ||
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলতে নামছে সফরকারী আফগানিস্তান। বুধবার দিন বেলফাস্টে বাংলাদেশ সময় বিকেল ৩.৪৫ মিনিটে শুরু হবে এই ম্যাচ।
সিরিজে এরইমধ্যে ০-১ ব্যবধানে এগিয়ে গেছে আফগানিস্তান। এদিকে এই ম্যাচটি দারুণ এক মাইলফলকের ম্যাচ সফরকারীদের জন্য। এটাই হবে ওয়ানডে ক্রিকেটে তাদের একশ তম আন্তর্জাতিক ম্যাচ।

ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পরে ২০০৯ সালের ১৯ই এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে খেলেছিল আফগানিস্তান। এবার ওয়ানডে যাত্রার প্রায় নয় বছরের মধ্যে নিজেদের একশ তম ম্যাচ খেলবে এশিয়ার এই দলটি।
এদিকে এই ম্যাচে খেলবেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। আর দলের পাশাপাশি এটিও হবে তার একশ তম ম্যাচ। অর্থাৎ ওয়ানডেতে অভিষেকের পরে টানা একশ ওয়ানডে খেলার দুর্লভ রেকর্ডটি গড়বেন এই আফগান অলরাউন্ডার।
একইসাথে আফগানদের হয়ে প্রথম ক্রিকেটার হিশেবে একশ ওয়ানডে খেলার দারুণ রেকর্ডটিও নিজের করে নেবেন তিনি। জানিয়ে রাখা ভালো, ১৪ তম দল হিশেবে ন্যূনতম একশ ওয়ানডে খেলার কীর্তি গড়বে আফগানরা।