কঠিন সত্যটি মানছেন বিজয়ও

প্রস্তুতি ক্যাম্পে বাংলাদেশ দল। ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি ডেস্ক ||


প্রত্যাবর্তনের পর শেষ ছয়টি ওয়ানডে ম্যাচে এনামুল হক বিজয় করেছেন ৬৯ রান। এশিয়া কাপের প্রাথমিক দলেও আছেন তিনি। তবে মূল দলে তামিমের সঙ্গী হিসেবে বিবেচিত হবেন কি না, সেই আশংকা থাকছেই।


বিজয় মেনে নিচ্ছেন চলতি বছরের শুরু থেকে একের পর এক সুযোগ নষ্ট করেছেন তিনি। তবে এর ব্যাখাও দিয়েছেন তিনি। মানবজমিনকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন,


'একটি ম্যাচে ৩৫ করলাম, ভাবলাম ইনিংস বড় হবে। কিন্তু হলো না! এরপর চেষ্টা করলাম, ওয়েস্ট ইন্ডিজেও এক ম্যাচে ২৩ করলাম। সেখানেও আগে বাড়তে পারলাম না। দেখেন একটি একটি করে যতগুলো ম্যাচ খেলেছি নিজের মধ্যে ভালো করার একটা তাগিদ অনুভব করেছি। 


promotional_ad

'কারণ, দল তো চায় আমি পারফর্ম করি। আমিও চাই দেশের জন্য কিছু করি। কিন্তু যখনই হয় না তখনই নিজের মধ্যে এক রকম চাপ অনুভব করি। সেটিই হয়তো আমাকে আগে বাড়তে দিচ্ছে না। তবে আমার বিশ্বাস আমি যত দ্রুত সম্ভব একটি বড় ইনিংস খেলবো সুযোগ পেলে। আর নিজেকেও ফিরে পাবো সঠিক পথে।'


তবে ক্রমাগত সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারার ক্ষোভ আছে তার মনে। বিশেষ করে দলের চাওয়াটা পূরণ করতে না পারার গ্লানি তো আছেই। এই প্রসঙ্গে বলেছেন,


'দলের ভেতর থেকে আমার ওপর কোনো ধরনের চাপ নেই। অধিনায়ক মাশরাফি ভাই আমাকে দারুণ সাপোর্ট করছেন। নতুন কোচ তো অসাধারণ। আসলে যেটা হচ্ছে আমিই সুযোগ নষ্ট করছি।'


তবে আন্তর্জাতিক ক্রিকেটে একবার ফর্মের বাইরে গেলে আবার ফর্মে ফেরা খুবই দুরহ কাজ। যদিও ক্রিকেটে প্রত্যাবর্তনের ইতিহাস অনেক; তবুও ক্রিকেট সংশ্লিষ্টদের মেনে নিতে হয় 'ছন্দপতনের পরে পুনরায় ছন্দে ফেরা কঠিন'। বিজয়ও মেনে নিচ্ছেন তা।


'আমি যখন জাতীয় দলে আসি তখন বেশ ভালো শুরু করেছিলাম। আমার মতো সৌম্যও ভালো করেছে। আবার লিটনকে দেখেন শুরুটা ভালো হয়নি। আসলে এটাই ক্রিকেট। আবার আমি আর সৌম্য কিন্তু এখন ভালো করতে পারছি না। আসলে ক্রিকেটে একার ছন্দপতন হলে ফেরা কঠিন হয়ে যায়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball