promotional_ad

ইংলিশদের দুঃস্বপ্নের শুরু বাংলাদেশ থেকেই!

promotional_ad

।।ডেস্ক রিপোর্ট।।


ইংল্যান্ড টেস্ট দলের সবচেয়ে বড় সমস্যার নাম টেস্ট ব্যাটিং। গত দুই বছরে কুক ও রুটদের নিয়ে গড়া ব্যাটিং অর্ডার চরম অধারাবাহিকতা স্বাক্ষর রেখে আসছে। চাপের মুখে তাসের ঘরের মত পরিনত হওয়া ইংলিশ ক্রিকেটের নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে।


আর এই সমস্যার শুরু হয়েছে ২০১৬ সালে, বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক ঢাকা টেস্টের মধ্য দিয়ে। ১৯৩৮ থেকে ২০১৬ সাল, এই ৭৮ বছরে কখনই এক সেশনে ১০ উইকেট হারায় নি টেস্ট ক্রিকেটের সবচেয়ে পুরনো সদস্য ইংল্যান্ড। 


কিন্তু ঢাকা টেস্টের চতুর্থ ইনিংসে ২৭৩ রানের লক্ষ্যে খেলতে অ্যালিস্টার কুকের ইংল্যান্ড ওপেনিং জুটিতেই কোন উইকেট না হারিয়ে ১০০ রান তুলে ফেলে। কুক ও তরুন বেন ডাকেটের ব্যাটে ভালোই জয়ের ভিত পেয়ে গিয়েছিল ইংলিশরা।



promotional_ad

কিন্তু চা পান বিরতির পর সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজের স্পিনে ধ্বস নামে ইংলিশ ক্যাম্পে। ৬৪ রান যোগ করতেই অবিশ্বাস্যভাবে সব উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। ইংলিশ ব্যাটসম্যানদের সাজঘরে ফেরাতে মাত্র ২২.৩ ওভার লেগেছে বাংলাদেশের।


ফলে ১০৮ রানের স্মরণীয় জয় তুলে নেয় স্বাগতিক বাংলাদেশ। ৭৮ বছর পর সেই ঢাকা টেস্টেই প্রথমবারের মত এক সেশনের মধ্যে অল আউট হয় ইংল্যান্ড। এরপর থেকে গত দুই বছরে আরও দুইবার একই ঘটনা ঘটেছে। 


চলতি বছরের শুরুতেই নিউজিল্যান্ডের অকল্যান্ডে বোল্ট ও সাউদির অবিশ্বাস্য সুইং বোলিংয়ের সামনে ৫৮ রানে অল আউট হয়েছে জো রুটের ইংল্যান্ড। চলমান ইংল্যান্ড-ভারত সিরিজেও এক সেশনে অল আউট হয়ে শিরোনামে এসেছে তারা। 


নিজেদের আঙ্গিনায় ভারতের বিপক্ষে নটিংহ্যাম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ভালো শুরুর পর সবাইকে অবাক করে ব্যাটিং ধ্বসের জন্ম দেয় ইংল্যান্ড। কুক ও জেনিংসের ব্যাটে কোন উইকেট না হারিয়েই ৪৬ রান তুলে ইংল্যান্ড।



এরপর মাত্র ২৯.২ ওভারে ১৬১ রানে অল আউট হয় রুট বাহিনী। ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডীয়া এই ম্যাচে তার ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট নেয়ার গৌরব অর্জন করেন।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball