শুরু হচ্ছে ভারত-পাকিস্তানের সঙ্গী খোঁজার আসর

ছবি: এশিয়া কাপ কোয়ালিফায়ারের অধিনায়করা

বুধবার (২৯ই আগস্ট) থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের বাছাইপর্বের আসর। শুরুর দিনেই মাঠে নামছে স্বাগতিক মালয়শিয়া, হংকং, নেপাল, ওমান, আরব আমিরাত এবং সিঙ্গাপুরসহ সবগুলো দল।
কিনারা ওভালে মুখোমুখি হবে মালয়শিয়া এবং হংকং। বায়ুমাস ওভালে মুখোমুখি হচ্ছে নেপাল এবং ওমান। এছাড়া ইউকেএম ওভালে মুখোমুখি হচ্ছে আরব আমিরাত এবং সিঙ্গাপুর।
সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০.০০ টায়। আগামী ৬ই সেপ্টেম্বরের ফাইনালের মধ্যে দিয়ে শেষ হবে এশিয়া কাপের বাছাইপর্বের আসর।

এই আসরের চ্যাম্পিয়ন দলটি অংশ নিবে আসন্ন এশিয়া কাপের আসরে। গ্রুপ পর্বে ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে বাছাইপর্বের চ্যাম্পিয়নদের।
বাছাই পর্বের চ্যাম্পিয়নরা আগামী ১৬ই সেপ্টেম্বর এশিয়া কাপের মূল পর্বে পাকিস্তানের মোকাবেলা করবে। এরপর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ১৮ই সেপ্টেম্বর তারা প্রতিদ্বন্দ্বিতা করবে ভারতের।
এদিকে ১৫ই সেপ্টেম্বর বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচের মধ্য দিয়ে শুরু হচ্ছে এশিয়ার ক্রিকেটের সবচেয়ে জমকালো আসর (এশিয়া কাপ)। আসরে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা ছাড়াও আছে আফগানিস্তান।