তবুও সুযোগের অপেক্ষায় স্যামসন

ছবি: সাঞ্জু স্যামসন

|| ক্রিকফ্রেঞ্জি ডেস্ক ||
প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান সাঞ্জু স্যামসন। তবে এখনো নির্বাচকদের সুনজরে আসতে পারেননি তিনি।
এমনকি চলমান ভারত-ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজেও জায়গা মেলেনি তার। বরঞ্চ তার বদলে নির্বাচকদের সুনজরে এসেছেন আরেক তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশভ পান্ত। ইতিমধ্যে টেস্ট অভিষেকও হয়েছে পান্তের।
এসব নিয়ে অবশ্য আক্ষেপ নেই স্যামসনের। নিজের পারফর্মটাই করে যেতে চান তিনি। জাতীয় দলে সুযোগ পাওয়ার ব্যাপারে সম্প্রতি এক সাক্ষাৎকারে স্যামসন জানিয়েছেন,

'আমি দলে জায়গা পাওয়ার চিন্তা বন্ধ করে দিয়েছি, কারণ যখন আপনি এটা নিয়ে ভাববেন ম্যাচে তার প্রভাব পড়বে এবং আপনি মানসিক ভাবে স্থির থাকবেন না। যদি আপনি নিয়মিত ভালো পারফর্ম করেন, যদি ভালো একটা মৌসুম পার করেন, তখন একটা সুযোগ আসতেই পারে।'
এখন পর্যন্ত ৪৪ টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে কেরালার এই ক্রিকেটার ৩৮.২৬ গড়ে গড়ে করেছেন ২,৬০২ রান। যার মধ্যে রয়েছে নয়টি শতক এবং সাতটি অর্ধশতক। পাশাপাশি উইকেটের পিছনে দাড়িয়ে ৬১ টি ক্যাচ তালুবন্দী এবং পাঁচটি স্ট্যাম্পিং করছেন তিনি।
সবশেষ আইপিএলেও ব্যাট হাতে সফল ছিলেন তিনি। ১৫ ম্যাচ খেলে প্রায় ১৩৮ স্ট্রাইকরেটে ৩১.৫০ গড়ে করেছেন ৪৪১ রান। যার মধ্যে ৯২ রানের হার না মানা একটি ইনিংস ও রয়েছে তার।
তবে পান্তের পারফর্মের কাছে তা যথেষ্ট ছিলনা। দিল্লির হয়ে নিয়মিত ভাবে রানের ফোয়ারা ছুটেছিল তার ব্যাটে। ১৪ ম্যাচ খেলে ১৭৩.৬০ স্ট্রাইকরেটে করেছেন ৬৮৪ রান। এতে বোঝাই যাচ্ছে জাতীয় দলে ফিরতে স্যামসনের ব্যাটের ধাঁর বাড়ানোর বিকল্প নেই।
উল্লেখ্য, ২৩ বছর বয়সী স্যামসন ২০১৫ সালে ভারতের জার্সি গায়ে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একটি মাত্র টি টুয়েন্টি ম্যাচ খেলেছিলেন। সেই ম্যাচে ১৯ রানের ছোট্ট একটা ইনিংস খেলেই সাজঘরে ফিরে যান তিনি। এরপর থেকে আর জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর সৌভাগ্য হয়নি তরুণ এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের।