promotional_ad

জাগলিং ক্যাচ রপ্ত করছে টাইগাররা

মেহেদি হাসান মিরাজ , ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


মঙ্গলবার অনুশীলন ক্যাম্পের দ্বিতীয় দিনে যোগ দিয়েছেন এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে থাকা টাইগার ক্রিকেটাররা। এ দিন কোচের সাথে ফিল্ডিং নিয়ে কাজ করেছেন তারা।


বিশেষ করে কঠিন ক্যাচ ধরার অনুশীলন করানো হয়েছিল ক্রিকেটারদের। সেখানে এক হাতে বল লুফে নেয়ার মতো কঠিন কাজটা একটু বেশিই অনুশীলন করেছেন সকলে। অনুশীলন শেষে সাংবাদিকদের সাথে এসব বিষয়ে কথা বলেছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। 


সেখানে তিনি জানিয়েছেন ক্যাচ ধরার কাজটা ভালোভাবে আয়ত্ত করতে পারলে যেকোনো ম্যাচই সহজ হয়ে যাবে। আর এই কারণে বেশি সময় ব্যয় করছেন ক্যাচ ধরার ক্ষেত্রে। নিজেদের অনুশীলন প্রসঙ্গে মিরাজ বলেছেন, 


'অনুশীলনে কঠোর পরিশ্রম করলে ম্যাচে কাজটা সহজ হয়ে যায়। এক হাতে যদি ক্যাচ সহজেই ধরতে পারি, তাহলে দুই হাতে ধরতে সহজ হয়ে যায়। সেইটাই অনুশীলন করছিলাম আমরা। কঠিন ক্যাচ প্র্যাক্টিস করলে পরে ক্যাচিং সহজ হয়ে যায়। অনুশীলন যতটা কঠিন হবে, ম্যাচে কাজটা ততই সহজ হয়ে যায়।'


promotional_ad

এদিকে এশিয়া কাপও সন্নিকটে। তাই এর আগে পাওয়া এই কম সময়টিকে পূর্ণরূপে কাজে লাগাতে বদ্ধপরিকর মিরাজ। আর এই কারণে অনুশীলনে বেশ কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছেন তিনি। এই অনুশীলনটি সঠিকভাবে করতে পারলে সাফল্য বয়ে আনা সম্ভব উল্লেখ করে মিরাজ বলেন, 


'অনুশীলনটা কতোটা কঠিন করা যায়, সেই চেষ্টা করছি। আমাদের সামনে খুব বেশি সময় নেই। আমরা এখানে যতটুকু সময় পাচ্ছি , সেই সময়টা আমরা বেশ কঠিনভাবে অনুশীলন করছি। এই অনুশীলনটা সঠিকভাবে করতে পারলে আমাদের ম্যাচের সময় কাজটা সহজ হয়ে যাবে।'


কেবল এক হাতের ক্যাচ নয়, সীমানার কঠিন ক্যাচ ধরার অনুশীলনও খেলোয়াড়দের করানো হয়েছে বলে জানিয়েছেন মিরাজ। নিজের ভারসাম্য রেখে সীমানায় বল ধরা খুবই কঠিন একটি কাজ ফিল্ডারদের জন্য।


অনেক আগে থেকেই বাংলাদেশের জন্য সীমানায় ক্যাচ ফেলা অনেক বড় একটি দুর্বলতা ছিল। এবার সেই দুর্বলতা কাটিয়ে ওঠার লক্ষ্যেই কাজ করছেন ক্রিকেটাররা। বিশেষ করে জাগলিং ক্যাচ অর্থাৎ ব্যালেন্স রেখে সীমানার কাছে কিংবা মাঝ মাঠে কঠিন কোন ক্যাচ লুফে নেয়ার পদ্ধতিটিই বেশি রপ্ত করার চেষ্টা করছেন তারা।


মিরাজ বিশ্বাস করছেন এই পরিশ্রম বিফলে যাবে না তাদের। অফ স্পিন এই অলরাউন্ডারের ভাষায়, 


'দলের সবাই এখানে গুরুত্বের সাথেই অনুশীলনগুলো করছেন। কারণ সবাই বিশ্বাস করেন এখান থেকে যত বেশি রপ্ত করা যাবে ভবিষ্যতে তা কাজে আসবে। এবং ম্যাচে নিজের সেরাটা দেয়া সম্ভব হবে। এই জন্যই আমরা ওইসব প্র্যাকটিস করছিলাম।এই প্র্যাকটিস গুলো অনেক গুরুত্বপূর্ণ, ম্যাচ সিচুয়েশনের জন্য। ব্যালেন্স রেখে বাউন্ডারি লাইনের পাশ থেকে ক্যাচ ধরা, এই অনুশীলনগুলো অনেক সাহায্য করে। আশা করি এই অনুশীলন গুলো আমাদের উন্নতি করতে সাহায্য করবে।'


২০ বছর বয়সী মিরাজ আরও জানান বর্তমানে বেশ ভালোই ক্যাচ ধরা রপ্ত করতে সক্ষম হয়েছে দলের ক্রিকেটাররা। এর সবই এসেছে অনুশীলনে কঠোর পরিশ্রমের মাধ্যমে। এই প্রসঙ্গে মিরাজ জানিয়েছেন, 


'আমরা সবাই খুব সিরিয়াসলি অনুশীলন গুলো করছি। দেখেন, আমাদের প্লেয়াররা কিন্তু অনেক ভালো ভালো ক্যাচ ধরছে। এই অনুশীলনের কারনেই কিন্তু সেটা হচ্ছে। যতটা রপ্ত করতে পারব, ম্যাচে ততটাই কাজে আসবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball