promotional_ad

তিন ফরম্যাটেই ধারাবাহিক হতে চান মিরাজ

মেহেদী হাসান মিরাজ
promotional_ad

।।ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট।। ​​


২০১৭ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে অভিষেক হয়েছিল অফ স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। এরপর থেকে এখন পর্যন্ত মাত্র ১১টি ওয়ানডেটি খেলেছেন তিনি। অথচ সেই মিরাজই ইতিমধ্যে টেস্ট খেলে ফেলেছেন ১৪টি।


এর পেছনে অবশ্য কারণও আছে। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকের পর থেকেই যে এই ফরম্যাটে ঝলক দেখিয়ে আসছেন তিনি। অভিষেক টেস্ট সিরিজেই ১৯ উইকেট শিকার করে রেকর্ডবুকে নাম লিখিয়েছিলেন তিনি।



promotional_ad

সেই কীর্তির পর থেকে মিরাজকে টেস্টে অটোম্যাটিক চয়েজ হিসেবেই ধরা হয়ে থাকে।  মিরাজের অভিষেক টেস্ট সিরিজের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ মোট টেস্ট খেলেছে ১৩টি। যার মধ্যে মাত্র একটিতেই ছিলেন না মিরাজ। 


তবে শুধু টেস্টে খেলার মধ্যেই সীমাবদ্ধ থাকতে চান না ২০ বছর বয়সী মেহেদী। বরঞ্চ ক্রিকেটের তিন ফরম্যাটেই নিয়মিত হতে আগ্রহী তিনি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে আলাপকালে এমনটাই জানিয়েছেন এই টাইগার অফ স্পিন অলরাউন্ডার। ​তিনি বলেছেন,


'​​​​​​চেষ্টা করব তিন ফরম্যাটের জন্য নিজেকে প্রস্তুত করতে। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে মিতব্যয়ী বোলিংটা অনেক গুরুত্বপূর্ণ। চেষ্টা করব অবস্থা অনুযায়ী উইকেট নেয়া ও ইকনমিটা ঠিক রাখার।' 



অবশ্য শুধু বোলিং নিয়েই নয়, মিরাজ কাজ করছেন ব্যাটিং নিয়েও। দলের প্রয়োজনে ব্যাটিংয়ের হাল ধরতে নিজেকে সদা প্রস্তুত রাখার ইচ্ছা পোষণ করেছেন তিনি। টাইগার এই অলরাউন্ডারের ভাষ্যমতে, 


'ব্যাটিংটা অনেক গুরুত্বপূর্ণ। আমি যখন ব্যাট করতে নামি, তখন দলের হয়তো প্রয়োজন ১০-১৫ রান। অনেক সময় ৩০ রান দরকার থাকে। সেইখানে ১০-১৫ কিংবা ২০ রানের ইনিংস অনেক গুরুত্বপূর্ণ। চেষ্টা করব ভালো কিছু করার, সেখানে কিভাবে ভালো করা যায় সেটা নিয়ে কাজ করছি। আশা করি ভালো হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball