সাবেক কোচকে ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে সাকিব

ছবি: সাকিব আল হাসান, ক্রিকফ্রেঞ্জি

।।ক্রিকফ্রেঞ্জি ডেস্ক।।
বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে ওয়ানডে এখন পর্যন্ত ১৮৮ ম্যাচে ২৩৭ টি উইকেট শিকার করেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আর মাত্র ১৩টি উইকেট শিকার করতে পারলেই এই ফরম্যাটে আড়াইশ উইকেটের মাইলফলকে পা রাখবেন তিনি।
আসন্ন এশিয়া কাপে উইকেটের এই রেকর্ডটি সাকিবের জন্য বেশ কঠিন হলেও আগামী জিম্বাবুয়ে সিরিজেই যে রেকর্ডটি নিজের করে নিতে পারবেন তিনি তা বলাই বাহুল্য।

তবে এশিয়া কাপেই জিম্বাবুয়ের সর্বকালের অন্যতম সেরা বোলার হিথ স্ট্রিক এবং অজি পেসার মিচেল জনসনকেও ছাড়িয়ে যাওয়ার সুযোগ এসেছে সাকিবের সামনে। টুর্নামেন্টটিতে আর মাত্র ৩টি উইকেট নিজের ঝুলিতে পুড়তে পারলেই এই দুই বোলারকে টপকে যাবেন বিশ্বসেরা অলরাউন্ডার।
অবসরের আগে ১৮৫টি ওয়ানডে ম্যাচে ২৩৯টি উইকেট সংগ্রহ করেছিলেন টাইগারদের সাবেক পেস বোলিং কোচ স্ট্রিক। অপরদিকে কয়েকদিন আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো মিচেল স্টার্কও নিয়েছিলেন স্ট্রিকের সমান উইকেট। যদিও জিম্বাবুইয়ান পেসারের থেকে ৩৫টি ম্যাচ কম খেলেছিলেন তিনি।
ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় অবশ্য সবার ওপরে আছেন লঙ্কান কিংবদন্তী স্পিনার মুত্তিয়া মুরলিধরন। ৩৫০ ম্যাচে ৫৩৪টি উইকেট শিকার করেছিলেন তিনি। তালিকার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমে আছেন যথাক্রমে পাকিস্তানের ওয়াসিম আকরাম (৫০২), ওয়াকার ইউনুস (৪১৬), লঙ্কান চামিন্দা ভাস (৪০০) এবং আরেক পাকিস্তানি শহীদ আফ্রিদি (৩৯৫)।
উল্লেখ্য ওয়ানডেতে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি পেসার মাশরাফি বিন মর্তুজা। ১৯০টি ম্যাচে ২৪৫টি উইকেট শিকার করেছেন তিনি। দ্বিতীয়তে সাকিব এবং তৃতীয়তে রয়েছেন স্পিনার আব্দুর রাজ্জাক। ১৫৩টি ম্যাচে ২০৭টি উইকেট নিয়েছিলেন রাজ্জাক।