রশিদ-নবীদের ঘূর্ণিতে বিপর্যস্ত আইরিশরা

ছবি: ছবিঃ আফগানিস্তান ক্রিকেট বোর্ড

|| ডেস্ক রিপোর্ট ||
স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে আফগানরা। সিরিজের ২-০ ব্যবধানে আইরিশদের হোয়াইটওয়াশ করেছে তারা। এবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও দাপুটে জয় পেয়েছে আফগানরা।
আগে ব্যাট করে ২২৭ রানে আফগানদের ইনিংস থামে। সীমিত পুঁজি নিয়েও স্পিনারদের দাপটে আয়ারল্যান্ডকে তারা অল আউট করে ১৯৮ রানে। ফলে ২৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়েন রশিদ-নবীরা।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৫৩ রানের মধ্যেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় আয়ারল্যান্ড। উইলিয়াম পোর্টারফিল্ড ১৬, পিটার স্টারলিং ১০ ও উইকেটরক্ষক ব্যাটসম্যান নেইল ও'ব্রায়েন ১১ রান করে আউট হন।

চতুর্থ উইকেটে ৪০ রান যোগ করেন অভিজ্ঞ ব্যাটসম্যান অ্যান্ডি বালবিরনি ও সিমি সিং। এই জুটির বেশিরভাগ রানই এসেছে বালবিরনির ব্যাট থেকে। মাত্র ১৬ রান করা সিমির বিদায়ে এই জুটি ভাঙে।
বালবিরনি ৫৫ রান করে আউট হয়েছেন। এরপর কেভিন ও'ব্রায়েন ২২ রান করে রান আউট ও ১২ রান করে অ্যান্ডি ম্যাকব্রেইন আউট হয়ে ফিরলে চাপে পরে আইরিশরা। এরপরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আইরিশরা।
ফলে, ৪৮.৩ ওভারে ১৯৮ রানে অল আউট হয় আয়ারল্যান্ড। আফগানিস্তানের হয়ে ২ টি করে উইকেট নিয়েছেন আফতাব আলম, মোহাম্মদ নবী ও রশিদ খান। মুজিব উর রহমান ও গুলবদন নাইব ১ টি করে উইকেট নিয়েছেন।
এর আগে টসে হেরে আগে ব্যাট করতে নামে আফগানিস্তান। তবে শুরুটা ভালো হয়নি তাদের। দলীয় ২৫ রানের মধ্যে তারা দুই ওপেনারকে হারায়। হযরতউল্লাহ ১৪ ও ইহসানউল্লাহ ৯ রান করে আউট হন। তৃতীয় উইকেটে ৫৩ রান যোগ করেন গুলবদন নাইব ও রহমত শাহ।
২৯ রান করা রহমতকে ফিরিয়ে এই জুটি ভেঙেছেন ম্যাকব্রেইন। সঙ্গী হারানোর পর অধিনায়ক আসগর আফগানকে নিয়ে অর্ধশতক তুলে নেন নাইব। তিনি ৬৪ রান করে আউট হয়েছেন রেংকিনের বলে। এরপর আরেকটি বড় জুটি গড়েন আসগর ও হাসমতউল্লাহ শহীদি।
আসগর ২৫ রান করে ফেরার পর শহীদি ৫৪ রান করে আউট হয়েছেন। এরপর পরই শুরু হয় আফগান ব্যাটসম্যানদের আসা যাওয়া। শেষ দিকে কেউ দাঁড়াতে না পারলে নির্ধারিত ৫০ ওভারে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেট হারিয়ে ২২৭ রান।
আয়ারল্যান্ডের হয়ে একাই ৪ উইকেট দখল করেন টিম মুরতাঘ। তাছাড়া ৩ টি উইকেট নেন বয়েড রেংকিন। ১ টি করে উইকেট গেছে পিটার চেজ ও ম্যাকব্রেইনের ঝুলিতে।