এশিয়া কাপ নিয়ে আশাবাদী বাশার

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী ১৫ই সেপ্টেম্বর পর্দা উঠছে এশিয়া কাপের। এশিয়ার ক্রিকেটের সবচেয়ে বড় এই টুর্নামেন্টের গত আসরের ফাইনালিস্ট বাংলাদেশ। জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন আশাবাদী টাইগাররা নিজেদের পারফর্মেন্স ধরে রাখবে এবারের আসরেও।
সম্প্রতি চ্যানেল ২৪ এর সাথে আলাপকালে তিনি বলেছেন, "কন্ডিশন অনেকটা আমাদের মতোই, উইকেটও খুব বেশি পার্থক্য থাকবে না। দলটা অনেক কনফিডেন্ট। আশা করি এশিয়া কাপে আমাদের যে পারফরমেন্স তা আমরা পুনরায় ফিরিয়ে আনতে পারবো।"
এদিকে, গত জানুয়ারিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে বাঁ-হাতের কনিষ্ঠায় পাওয়া ব্যথা ভালোই ভোগাচ্ছে সাকিব আল হাসানকে। ইনজুরির কারণে দুই মাসের বিরতি শেষে ফিরেছিলেন নিদাহাস ট্রফিতে।

একই ইনজুরির কারণে আবারও অন্তত ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে যেতে হবে বিশ্বসেরা অলরাউন্ডারকে। অস্ত্রোপচারের টেবিলে যেতেই হবে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ককে। এশিয়া কাপের আগে সাকিব অপারেশন করাতে পারেন।
ফলে এই টুর্নামেন্টে সাকিবকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। বাশার মনে করেন সাকিবের বিকল্প নেই বাংলাদেশ দলে। তাকে ছাড়াও বাংলাদেশ দলের ভালো খেলার সামর্থ্য আছে বলে বিশ্বাস জাতীয় দলের এই নির্বাচকের।
"আমাদের বেঞ্চে খুব বেশি আলরাউন্ডার নেই আসলে। অনেকেই ব্যাটিং-বোলিংয়ের জন্য দলে আসতে পারে না। সাকিব এমন একজন খেলোয়াড়, ওর বিকল্প বাংলাদেশের ক্রিকেটে কেন বিশ্ব ক্রিকেটেই কম আছে। সাকিবকে আমরা মিস করবো। সাকিব যদি খেলতে না পারে। তারপরও বাংলাদেশ ভালো করবে।"
বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটারদের সাথে তাল মিলিয়ে পারফর্মেন্স করতে পারছেন না জুনিয়র ক্রিকেটাররা। বাশারের বিশ্বাস বিশ্বকাপের আগেই জাতীয় দলের সব সমস্যার সমাধান হয়ে যাবে।
"একটা ভালো দল তখনই ভালো করে যখন সিনিয়র জুনিয়র সবাই পারফর্মেন্স করে। খুবই উপযুক্ত হবে যদি তারাও (জুনিয়ররা) পারফর্ম করা শুরু করে। সিনিয়ররা তো পারফর্ম করছেই। আমরা সবাইকেই সুযোগ দিচ্ছি। সাবাইকে নিয়েই চেষ্টা করছি। আমরা আশাবাদী যে সমস্যাগুলো আছে বিশ্বকাপের আগেই আমরা ঠিক করে ফেলবো।"