মাঠে ফিরছেন ভুবনেশ্বর

ছবি: ভুবনেশ্বর কুমার

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে কোমরে চোট পেয়েছিলেন ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার। ফলে ইংলিশদের বিপক্ষে ৫ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম তিনটি ম্যাচ খেলা হয়নি তার।
তবে, ভারতীয় দলের জন্য সুখবর হচ্ছে এই পেসারকে ফিট ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। তারা ভুবনেশ্বরের ফিটনেস যাচাইয়ের জন্য ভারতের এ দলের অন্তর্ভূক্ত করেছে তাকে।

মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে মাঠে নামবে ভারতীয় এ দল। এই ম্যাচেই মাঠে নামার কথা রয়েছে ভুবনেশ্বর কুমারের। এই ম্যাচে ভালো খেলে ইংল্যান্ড সিরিজের শেষ টেস্টে ভারতীয় স্কোয়াডে ঢোকার সম্ভাবনা রয়েছে এই পেসারের।
চলতি টেস্ট সিরিজে প্রায় প্রতিটি ম্যাচেই ইংলিশ পেসারদের তোপের মুখে পড়তে হচ্ছে ভারতীয় ব্যাটসম্যানদের। ভুবনেশ্বর থাকলে ভারতের বোলিং আক্রমণের ধার কিছুটা হলেও বাড়তো।
পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে সফরকারী ভারত। আগামী ৩০ অগাস্ট শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট। পঞ্চম ও শেষ টেস্ট শুরু হবে ৭ সেপ্টেম্বর। তৃতীয় টেস্টে দাপট দেখিয়ে জিতে সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রেখেছে কোহলিরা।
ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, পৃথ্বী শ, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে, রিশাব পান্ত (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব, শার্দুল ঠাকুর, করুন নায়ার, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হনুমা বিহারি।