বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

ছবি: ছবিঃ এসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান নারী ক্রিকেট দল। সিরিজ সূচি চূড়ান্ত না হলেও জানা গেছে বাংলাদেশ নারী দলের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান।
নারী টি২০ বিশ্বকাপের আগে নিজের ঝালাই করে নিতে বেশ কয়েকটি দলের সাথে সিরিজ খেলার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। এরই ধারাবাহিকতায় ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে খেলতে চলেছে বাংলাদেশের মেয়েরা।

আসন্ন এই সিরিজটি তিন ম্যাচের অথবা পাঁচ ম্যাচের হওয়ার সম্বাবনা রয়েছে। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন সুজন জানিয়েছেন আসন্ন এই সিরিজের জন্য রাজি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
"আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাথে কথা বলেছি, এই ক্ষেত্রে সব কিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে বিশ্বকাপের আগে তারা আসবে।"
নারী টি২০ বিশ্বকাপের আসরের পর্দা উঠবে আগামী ২ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজে। মোট ১০ দলের অংশগ্রহণে শুরু হবে এই টুর্নামেন্ট। ৮ দল সরাসরি এই টুর্নামেন্টে অংশ নিলেও ২ দল বাছাই পর্ব খেলে এই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।
অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও শ্রীলংকা সরাসরি এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। আর বাছাই পর্বে খেলে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী দল। বাছাই পর্বের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা।