promotional_ad

রবির সরে দাঁড়ানোর নেপথ্য কারণ

রবি
promotional_ad

llক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্টll


বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সরশীপ হিসেবে টেলিকম কোম্পানি রবি সরে দাঁড়ানোর পর থেকেই ক্রিকেট পাড়ায় চলছে নানা জল্পনা কল্পনা। চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগেই রবির মতো বড় একটি কোম্পানি হুট করে এরূপ সিদ্ধান্ত নিল কেন এই প্রশ্নই এখন সকলের মুখে মুখে। 


এই প্রশ্নের একটি সম্ভাব্য উত্তর অবশ্য দিয়েছে টেলিকম কোম্পানিটি। তারা জানিয়েছে রবি স্পন্সর থাকার পরেও নাকি অনেক ক্রিকেটার অন্যান্য টেলিকম কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে বিজ্ঞাপন করছেন। আর এই বিষয়টিতেই আপত্তি ছিল তাদের বিধায় চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে তাঁরা।


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজনের বক্তব্য অন্তত সেটাই জানা গিয়েছে। রবির চুক্তি বাতিল প্রসঙ্গে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানিয়েছেন, 



promotional_ad

'বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশীপ থেকে রবি নিজেদের প্রত্যাহার করে নিয়েছে এবং এই বিষয়টিকে আমরা গ্রহণ করে নিয়েছি। তাঁরা মূলত যে কারণটি বলেছে সেটি হল আমাদের যে ক্রিকেটাররা অন্য কনফ্লিক্টিং ব্র্যান্ডের বিজ্ঞাপন করছে সেটি নিয়ে একটি আপত্তি ছিল রবির এবং সেটি পুরোপুরিভাবে প্রতিকার না হওয়ার কারণে এই পদক্ষেপ তাঁরা নিয়েছে বলে জানিয়েছে।'


কিন্তু আসল খটকা অন্য ক্ষেত্রে। জাতীয় দলের ক্রিকেটাররা অন্যান্য টেলিকম কোম্পানির হয়ে বিজ্ঞাপন করতে পারবেন না- রবির দেয়া এমন শর্ত ঠিকই মেনে নিয়েছিল বিসিবি। এমনকি তারই প্রক্রিয়া হিসেবে সাকিব আল হাসান বাংলালিংকের সাথে চুক্তি বাতিলও করেছিলেন। পাশাপাশি তামিম ইকবাল এবং মাশরাফি বিন মর্তুজাও গ্রামীণফোনের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। এরপরেও এভাবে রবির সরে দাঁড়ানোটি অবাক করছে নিজামউদ্দিনকেও। তিনি বলেছেন,


'আমরা বেশ কিছু পদক্ষেপ রবির সাথে আলোচনা সাপেক্ষে নিয়েছিলাম এবং আপনারা জানেন যে সাকিব আল হাসানের সাথে যে আরেকটি টেলিকম কোম্পানির চুক্তি ছিল সেটি সাকিব দ্রুতই বাতিল করেছে। তামিম ইকবালও একই কাজ করেছেন। তাঁর যে চুক্তি ছিল গ্রামীণফোনের সাথে সেটিকেও টারমিনেট করেছে এবং আমাদের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সাথেও গ্রামীণ ফোনের চুক্তি বাতিল হতে যাচ্ছে। আমরা এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে যাচ্ছিলাম তখনই রবির এই সরে দাঁড়ানো আমাদের কাছে আশ্চর্যের একটি বিষয়।'   


সুজন আরো জান??ন রবির সাথে চুক্তি করার আগেই টাইগার অধিনায়ক মাশরাফি গ্রামীণ ফোনের বিজ্ঞাপন করার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। আর সেসময় রবি এক্ষেত্রে তেমন কোন শর্তাবলী বেঁধে দেয়নি।এই বিষয়টিই গণমাধ্যমের কাছে পরিষ্কার করেছেন নিজামউদ্দিন চৌধুরী। তিনি বলেছেন,   



'বিষয়টি কিন্তু ভিন্ন ভিন্ন ক্রিকেটারের আলাদা স্পন্সরশীপের চুক্তি। একেক জন ক্রিকেটারের একেক সময় চুক্তি হয়েছে। মাশরাফির সাথে যখন গ্রামীণফোনের চুক্তিটি হয়েছে তখন হয়তো রবির এই শর্তটি ছিল না। আমি বলতে চাইছি যে আগের যে চুক্তিটি ছিল রবির সাথে তখন এই শর্তটি ছিল না। পরে এসেছে। আর এর আগেই মাশরাফির চুক্তিটি হয়েছে।'


বিসিবির এই কর্মকর্তা আরও যোগ করেন, 'এরপরে সাকিব কিংবা তামিমের বিষয়গুলো যখন এসেছে তখন কিন্তু আমরা সেভাবেই কাজ করেছি এবং আমাদের সাথে যে সেটলমেন্ট চুক্তি রবির সাথে হয়েছিল তাতেও কিন্তু এই বিষয়গুলো উল্লেখ করা আছে যে আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি এই বিষয়গুলো থেকে বের হওয়ার জন্য। '



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball