বিস্মিত মোসাদ্দেক

ছবি: মোসাদ্দেক হোসেন

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা করেছেন তার স্ত্রী সামিয়া শারমিন। প্রাথমিক প্রতিক্রিয়ায় এই ক্রিকেটার জানিয়েছেন ডিভোর্সের পর এই মামলার বিস্মিত তিনি।
‘আমি শুনেছি মামলা হয়েছে। যতটা জানি আমার স্ত্রী ও তার পরিবার আমার বিরুদ্ধে যৌতুকের মামলা করেছে কোর্টে। আমি একটু অবাক হয়েছি যে ডিভোর্স হওয়ার পরও কেন তারা এ মামলা করছে তা নিয়ে। কারণ আমি তো কাবিননামা অনুসারে আমার স্ত্রীকে ভরণপোষণের সব টাকা দিতে রাজি আছি।'

আর্থিক অবস্থা ভালো থাকায় স্ত্রীর কাছে যৌতুক চাওয়ার কোনো প্রশ্নই আসে না বলে এই মামলার ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন মোসাদ্দেক, 'আরেকটি বিষয় হল আমার যে অর্থিক অবস্থা তাতে করে স্ত্রীর কাছ থেকে যৌতুক চাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি মনে করি এটি আমাকে হয়রানি করার জন্যই এই মামলা।’
রোববার ময়মনসিংহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আপিল আদালতে মামলাটি দ??য়ের করা হয়। মামলায় ক্রিকেটার মোসাদ্দেক ও তার মা হোসনে আরা বেগমকে আসামী করা হয়েছে। এদিকে, ২০১২ সালের ২৮ অক্টোবর খালাতো বোন সামিয়াকে বিয়ে করেন মোসাদ্দেক।
তিনি জাতীয় দলে ঢোকার পর থেকেই দুজনের মধ্যে বনিবনা হচ্ছিলো না। ফলে গত ১৬ আগষ্ট তাদের ডিভোর্স হয়। মোসাদ্দেক দাবি করেছেন এই মামলার পেছনে ন্য কোনো উদ্দেশ্য আছে সাবেক স্ত্রী ও তার পরিবারের। এমনটাই জানিয়েছেন এই ক্রিকেটার।
‘দেখেন আমি দরিদ্র নই। আমার পক্ষে যৌতুক চাওয়া সম্ভব নয়। আর আমাদের তো ডিভোর্সও হয়ে গেছে। আমিতো কখনো বলিনি যে তাকে প্রাপ্য টাকা দেব না। এরপরও যেহেতু মামলা হয়েছে তাই বলতে হচ্ছে এটির পেছনে অন্যকোন উদ্দেশ্য আছে। আর সেটি কি আমি সঠিক বুঝতে পারছিনা। তবে আমার কাছে মনে হচ্ছে অতিরিক্ত অর্থ আদায় ও আমার সম্মান নষ্ট করতেই এমনটি করছে আমার স্ত্রীর পরিবার।’