promotional_ad

বিশ্বকাপ নিয়ে ভাবছেন না ইমরুল

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। আর মাত্র মাস দশেক পরেই ইংল্যান্ডের মাটিতে পর্দা উঠবে ক্রিকেটের সবচেয়ে মর্যাদার এই আসরের। দলগুলো এখনই নিজেদের প্রস্তুত করছে আসন্ন এই বিশ্ব আসরের জন্য। সাজাচ্ছে নিজেদের পরিকল্পনা।


খেলোয়াড়রা নিজেরাও প্রস্তুত হচ্ছেন। তবে, এই বিশ্বকাপ নিয়ে এখনই ভাবতে নারাজ বাংলাদেশ দলের বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েস। সম্প্রতি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে তিনি জানিয়েছেন তার পরিকল্পনা সিরিজ অনুযায়ী আগানো।



promotional_ad

"২০১৯ বিশ্বকাপ নিয়ে ভাবছি না, কারণ ১০ মাসে অনেক কিছুই পরিবর্তন হবে। তবে যখনই সুযোগটা আসবে আমি চেষ্টা করব সুযোগটা কাজে লাগানোর। বিশ্বকাপটা ভাগ্যের বিষয়। অনেক সময় দলে থেকেও কেউ খেলতে পারে না, ইনজুরি বা অন্য কোন সমস্যা হয়। আমার মনে হয় সেই বিশ্বকাপ চিন্তা না করে এখন সিরিজ বাই সিরিজ চিন্তা করা উচিত।"


বিশ্বকাপের আগে নিজের ব্যাটিং দুর্বলতা দূর করতে চান। ব্যাটিং দুর্বলতাকে অস্বাভাবিক কিছু ভাবতে নারাজ ইমরুল, "একটা প্লেয়ারের দুর্বলতা থাকেই, আমার মনে হয় কমবেশি সবারই ব্যাটিং এ ত্রুটি থাকে। এটা সবারই থাকবে।"


প্রতিপক্ষ নিয়ে এখন থেকেই ভাবছেন ইমরুল। প্রায় সব দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা থাকার কারণে সবার দুর্বলতা সম্বন্ধে জানাশোনা আছে। ফলে সুযোগ পেলে তা কাজে লাগানোর অপেক্ষায় এই ব্যাটসম্যান। সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের সাথে ছিলেন না তিনি। তবে, মানসিকভাবে পিছিয়ে থেকেও ওয়ানডে ও টি২০ জয়ে দারুণ আনন্দিত ইমরুল।



"প্রতিপক্ষ নিয়ে পড়াশোনা কম করছি না। এই দিক থেকে কোন ত্রুটি নেই। যখন আমাদের এর আগের কোচ, হাথুরুসিংহে যখন ছিলেন তখনও প্রতিপক্ষ নিয়ে অনেক পড়াশোনা করা হত। আমরা অনেক অনেক বোলারের ভিডিও দেখেছি। প্রায় প্রতিটা দলের বিপক্ষেই একটি করে সিরিজ খেলে ফেলেছি। সেই হিসেবে সবাই সবাইর দুর্বলতা জানে। আমরা ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে হয়তো মানসিকভাবে কিছুটা পিছিয়ে ছিলাম। তবে ওয়ানডে ও ট-টুয়েন্টিতে ওরা যেভাবে ফিরেছে, তাতে আমি খুশি। সিরিজ জয় করাটা অবিশ্বাস্য ছিল।"



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball