ব্যাটিংয়ের ধরণে পরিবর্তন আনছেন তামিম?

ছবি: তামিম ইকবাল- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ইদের ছুটির আমেজ এখনও কাটেনি বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদের। এখনও অনেকে ফেরেননি ঢাকায়। তবে সেই অনেকের মধ্যেই অনন্য সাধারণ একটি নাম তামিম ইকবাল।
সতীর্থরা না ফিরলেও ব্যাট হাতে ঠিকই নিজের কাজ শুরু করে দিয়েছেন দেশ সেরা এই ওপেনার। শনিবার অভিজ্ঞ কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে দীর্ঘ সময় ধরে অনুশীলনও চালিয়েছেন তিনি। লক্ষ্য একটাই, উইন্ডিজ সফরের ফর্ম এশিয়া কাপেও বজায় রাখা।

সাধারণ আক্রমণাত্মক খেলতে অভ্যস্ত তামিমকে এদিন খুব বেশি জোরে শট খেলতে দেখা যায়নি। বেশ কয়েকটি ড্রাইভ করেছেন সেগুলোতেও পুরো শক্তি প্রয়োগ করতে দেখা যায়নি তাঁকে।
এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরেও ধরে খেলেছিলেন এই ওপেনার। এবার অনুশীলনেও অনেকটা একই পন্থা অবলম্বন করেছেন তামিম । তবে কোচ সালাউদ্দিন তামিমকে তাঁর স্বভাবসিদ্ধ খেলারই পরামর্শ দিয়েছেন। ড্রাইভ করার জন্য পূর্ণ শক্তি প্রয়োগ করতেও বলেছেন তিনি। তামিম প্রসঙ্গে কোচ সালাউদ্দিন জানিয়েছেন,
'আপনি দেখে থাকবেন সে স্কয়ার অঞ্চলেই বেশিরভাগ রান করছে ইদানীং, কিন্তু জোরে কোনও ড্রাইভ করছে না যেটি তাঁর মূল শক্তির উৎস। সম্ভবত সে পুরো শক্তি দিয়ে ড্রাইভ করতে চাইছে না এবং এটিই শটের গতি কমিয়ে দিচ্ছে, কিন্তু সে যদি ড্রাইভ করার সময় যথেষ্ট সতর্ক থাকে, তাহলে অবশ্যই সে সুবিধা পাবে।'
সালাউদ্দিন আরও জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে ভিন্ন ভিন্ন জায়গায় গুরুত্ব দেয়া হলেও এবার নতুন করে অন্য ক্ষেত্রগুলোর প্রতি নজর দেয়া হচ্ছে বলে জানিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। পরিকল্পনা সাজানোর পূর্বে উইকেট এবং প্রতিপক্ষ নিয়েও বিশ্লেষণ করা প্রয়োজন উল্লেখ করে এই অভিজ্ঞ কোচের ভাষ্য,
'আমি মনে করি এই প্রস্তুতিটি অনেকটা প্রয়োজনের ওপর ভিত্তি করে করা হয়েছে। এটি সত্যি যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে আমরা ভিন্ন ভিন্ন জায়গাতে গুরুত্ব দিয়েছিলাম। বর্তমানে আমরা ভিন্ন দিকে গুরুত্ব দিচ্ছি। আপনি কোন ধরণের উইকেট পাচ্ছেন এটি অবশ্যই বিবেচনা করতে হবে এবং আপনার প্রতিপক্ষ কে হবে সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।'