promotional_ad

ছাঁটাই হলেন ভেট্টরি

ড্যানিয়েল ভেট্টরি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) গত আসরটা মোটেই ভালো যায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। নামি দামি ??্রিকেটারদের নিয়ে দল গড়েও প্রত্যাশা অনুযায়ী পারফর্মেন্স করতে না পারায় টুর্নামেন্টের মাঝ পথেই সমালোচনার মুখে পড়তে হয়েছিল কোচিং স্টাফদের।


সেই কারণেই প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টরি সহ ফিল্ডিং কোচ ট্রেন্ট উডহিল ও বোলিং কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে ছাঁটাই করেছে বেঙ্গালুরুর নীতি নির্ধারকরা। ভারতীয় সংবাদ মাধ্যমের মতে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারকে।



promotional_ad

এদিকে, গত মৌসুমে কোহলিদের বোলিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সাবেক ভারতীয় পেসার আশিষ নেহরা।  তিনি বেঙ্গালুরু দলের সাথে কাজ চালিয়ে যেতে পারবেন বলেই জানানো হয়েছে বেঙ্গালুরু ম্যানেজমেন্টের পক্ষ থেকে।


ব্যাটিং পরামর্শক হিসেবে থাকা গ্যারি কারস্টনের পছন্দের কারণেই বেঙ্গালুরু দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে সঞ্জয় বাঙ্গারকে। শোনা যাচ্ছে বেঙ্গালুরু দলের অধিনায়ক ভিরাট কোহলির পছন্দের তালিকাতেও আছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার।


বাঙ্গার বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচের দায়িত্ব পালন করছেন। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী জাতীয় দলের সাথে কোনো ভাবে যুক্ত থাকলে অন্য কোনো দলের সাথে কোনো ভূমিকায় যুক্ত হওয়া যাবে না।



ফলে বলা যাচ্ছে যে বেঙ্গালুরুতে যুক্ত হতে গেলে বাঙ্গারকে ভারতীয় দলের সহকারী কোচের পদ ছাড়তে হবে। এদিকে, ড্যানিয়েল ভেট্টরি বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) দল রাজশাহী কিংসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।


আগামী দুই মৌসুম বিপিএলের এই দলের সাথে থাকার কথা রয়েছে সাবেক এই কিউই তারকার। তাছাড়া, বিগ ব্যাশের দল ব্রিসবেন হিটের কোচ হিসেবেও দুই মৌসুমের চুক্তি রয়েছে এই সাবেক অলরাউন্ডারের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball