জিম্বাবুয়ের স্থায়ী কোচ রাজপুত

ছবি: লালচাঁদ রাজপুত

|| ডেস্ক রিপোর্ট ||
গত মার্চে ঘরের মাঠে ২০১৯ বিশ্বকাপ বাছাইপর্বে ব্যর্থ হয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ফলে আসন্ন এই বিশ্ব আসরে অংশ নিতে পারছে না দলটি। এই কারণে দলটির প্রধান কোচ হিথ স্ট্রিকসহ পুরো কোচিং দলকে বরখাস্ত করে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
জিম্বাবুয়ের নতুন স্থায়ী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন লালচাঁদ রাজপুত। এর আগে মে মাসে দেশটির অন্তর্বর্তী কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। এবার তাকেই স্থায়ী ভাবে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।

রাজপুতের সাথে বোর্ডের চুক্তির বিস্তারিত তথ্য প্রকাশ না করলেও চুক্তিটিকে ‘দীর্ঘ মেয়াদী’ চুক্তি হিসেবে উল্লেখ করেছেন চেয়ারম্যান টেভেনগোয়া মুকুলহানি। তিনি জানিয়েছেন, ‘আমাদের লক্ষ্য পরবর্তী টি-টুয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ। আমাদের বিশ্বাস লালচাঁদ তরুণ দলটিকে নিয়ে আমাদের লক্ষ্য অর্জনে সফল হবে।’
জিম্বাবুয়ের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত লালচাঁদ। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেছেন, ‘জিম্বাবুয়ের ক্রিকেটের সাথে কাজ করতে পারাটা বিশেষ সম্মানের। এই দলের সাথে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমি খুবই আনন্দিত।’
অস্থায়ী কোচ থাকাকালীন তার অধীনে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে একটি ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ, পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচে ওয়ানডে সিরিজে অংশ নিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।
তবে প্রত্যাশা অনুযায়ী পারফর্মেন্স করতে পারেনি তার দল। দুই সিরিজের ৯ টি ম্যাচেই হেরেছে জিম্বাবুয়ে। যদিও সেই ম্যাচগুলোতে অংশ নেন নি অধিকাংশ জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। এখন দেখার বিষয় রাজপুত দলটিকে কতোটুকু সামনে এগিয়ে নিয়ে যেতে পারে।