promotional_ad

সালাহউদ্দিনের ক্লাসে তামিম

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||  


কদিন আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি২০ সিরিজ জিতেছে বাংলাদেশ দল। এই দুই সিরিজ জয়ে বড় অবদান রেখেছিলেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল।


তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অপরাজিত ১৩০ রান করেছিলেন তিনি। এরপর তৃতীয়টিতে ১০৩ রান করেন তামিম। মাঝে দ্বিতীয় ওয়ানডেতে খেলেন ৫৪ রানের আরেকটি ইনিংস। টি২০ সিরিজেও ব্যাট হেসেছে এই বাঁহাতি ওপেনারের।



promotional_ad

তিন ম্যাচে ব্যাট হাতে করেছেন ৯৫ রান। সিরিজ শেষে এখন বাংলাদেশ দলের বেশিরভাগ ক্রিকেটারই ঈদের ছুটিতে। তবে থেমে নেই তামিমের প্রস্তুতি। নিজ উদ্দ্যোগে মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করছেন তিনি। 


তামিমের অনুশীলনের দেখভাল করছেন দেশের ক্রিকেটের অন্যতম সফল কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। দেশ সেরা ওপেনার তামিম এখনও নিজের ছোটোখাটো ভুলগুলো শুধরে নিতে শৈশবের গুরু সালাহউদ্দিনের স্মরণাপন্ন হন।


ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেও সালাহউদ্দিনের সাথে কাজ করেছিলেন তামিম। সেবার ক্যারিবিয়ানদের বাউন্সার সামলানোর অনুশীলন করলেও এবার ফ্রন্ট ফুট নিয়ে কাজ করছেন এই ওপেনার।



আগামী মাসেই আরব আমিরাতে পর্দা উঠছে এশিয়া কাপের। সেই লক্ষ্যে আগামী ২৭ অক্টোবর থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু হবে বাংলাদেশ দলের। ক্যাম্প শুরু আগেই নিজেকে প্রস্তুত করতে ব্যস্ত তামিম ইকবাল।


আগামী ১৫ সেপ্টেম্বর এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। এরপর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান ক্রিকেট দল। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball