promotional_ad

সিনিয়ররা সর্বদা পারফর্ম করবে না- নান্নু

promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||  


গত কয়েক বছর ধরে ক্রিকেটে যথেষ্ট উন্নতি করেছে বাংলাদেশ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যাওয়া থেকে শুরু করে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো দলকে সিরিজে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে টাইগাররা।


কিন্তু এসব সাফল্যের সবই এসেছে মূলত সিনিয়র এবং অভিজ্ঞ ক্রিকেটারদের হাত ধরে। অপরদিকে সাকিব, তামিম, মাশরাফিদের মতো সিনিয়র ক্রিকেটারদের ছায়া হয়েই থেকেছেন তরুণরা। কিছুদিন আগে শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও এর চাক্ষুষ প্রমাণ মিলেছে। 



promotional_ad

পরিসংখ্যান বলছে এই সিরিজের ৭১ শতাংশ রানই এসেছে তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহর ব্যাট থেকে। এমনকি সিরিজে ১০টি হাফসেঞ্চুরির মধ্যে ৮টিই হাঁকিয়েছেন এই চার সিনিয়র ক্রিকেটাররা। 


অপরদিকে তরুণ ক্রিকেটারদের মধ্যে তিন ফরম্যাট মিলিয়ে রান এসেছে মোটে ৩৬৯!  সিনিয়র ক্রিকেটারদের প্রতি এরূপ নির্ভরশীলতার যেন দিন দিন বেড়েই চলেছে দেশের ক্রিকেটে। আর এই বিষয়টি নিয়েই শঙ্কিত ক্রিকেট সংশ্লিষ্ট অনেক ব্যক্তিবর্গ।


কেননা যখন সাকিব, তামিমদের মতো অভিজ্ঞরা অবসরে যাবেন তখন দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে হাল ধরতে হবে জুনিয়র ক্রিকেটারদেরকেই। সুতরাং এখন থেকেই যদি তারা নিজেদের প্রমাণ করতে না পারেন তাহলে আগামীতে যে যথেষ্ট ভুগতে হবে তাদেরকে তা বলাই বাহুল্য।  



বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক এবং সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু এক্ষেত্রে জানিয়েছেন দলে যারা জুনিয়র ক্রিকেটাররা রয়েছে তারা নিজেদের উপস্থিতিকে সেভাবে জানান দিতে পারে নয়া বিধায় এই সমস্যায় পরতে হচ্ছে বারংবার। এই কারণে সেভাবে দায়িত্ব নেয়ার বিষয়টিও আয়ত্তে আনতে পারেনি তাঁরা। ক্রিকফ্রেঞ্জিকে নান্নু জানিয়েছেন, 


'এটি সত্যি যে আমাদের যারা জুনিয়র ক্রিকেটার আছে তারা দলে নিজেদের গুরুত্ব এবং উপস্থিতি উপলব্ধি করতে পারে না। আমাদের নিশ্চিত করতে হবে যেন তাঁরাও দায়িত্ব নিয়ে খেলা শুরু করে। কারণ সিনিয়ররাই যে সর্বদা পারফর্ম করতে পারবে এমন কোন নিশ্চয়তা নেই।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball