promotional_ad

জয়ের সুবাস পাচ্ছে ভারত

ছবিঃ ইসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


সিরিজের প্রথম দুই টেস্ট হারের পর নটিংহামে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সফরকারী ভারত। টেস্টের তৃতীয় দিন শেষে ভারতীয়রা এগিয়ে আছে ৪৯৮ রানের ব্যবধানে। নিজেদের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ২৩ রান। জেনিংস ১৩ ও কুক ৯ রান করে অপরাজিত আছেন।


এর আগে ভারত ৭ উইকেটের বিনিময়ে ৩৫২ রান করে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে। ইংল্যান্ডের জয়ের জন্য লক্ষ্য দাঁড়িয়েছে ৫২১ রানের। লডর্সে নিদারুণ ব্যাটিং ব্যর্থতার পর এই টেস্টে একেবারে অন্য চেহারায় দেখা যাচ্ছে ভারতকে।



promotional_ad

দ্বিতীয় ইনিংসেও টপ অর্ডারের চার ব্যাটসম্যানই রান পেয়েছেন। দুই ওপেনার শেখর ধাওয়ান (৪৪) আর লোকেশ রাহুল (৩৪) হাফসেঞ্চুরির অাক্ষেপ নিয়ে ফিরলেও বিরাট কোহলি  ভুল করেননি। তিনি ১৯৭ বলে ১০৩ রানের দারুণ এক শতক তুলে নিয়েছেন।


ট্রেন্টব্রিজে প্রথম ইনিংসে ৩ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় ভারতীয় অধিনায়কের। তবে আজ দ্বিতীয় ইনিংসে অপ্রতিরোধ্য ছিলেন তিনি। অসাধারণ দৃঢ়তায় নিজের ২৩তম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন এই রানমেশিন।


এছাড়া, পুজারা ৭২ ও হার্দিক পান্ডিয়া ৫২ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। এর আগে সিরিজের এই তৃতীয় টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৩২৯ রানের সংগ্রহ গড়েছিল ভারত।



সেই ইনিংসে মাত্র তিন রানের জন্য সেঞ্চুরিবঞ্চিত হন ভারতীয় দলপতি। তবে তার ৯৭ রান আর রাহানের ৮১ রানের ইনিংসে ভর করে গড়া মঝারি ইনিংসটাই কঠিন হয়ে যায় হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত বোলিংয়ের সামনে।


হার্দিক পান্ডিয়ার অসাধারণ সুইং আর নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১৬১ রানেই নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় ইংলিশরা। পান্ডিয়া মাত্র ২৮ রান খরচে টেস্ট ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট দখল করেন। এরপর, ১৬৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball