পিসিবি সভাপতির পদত্যাগ

ছবি: নাজাম শেঠি ও ইমরান খান

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজাম শেঠি। সোমবার (২০ এপ্রিল) দেশটির নব নির্বাচিত প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন শেঠি।
তিনি পদত্যাগ পত্র জমা দিয়ে বলেছেন, ‘পিসিবি চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি নেওয়ার জন্য আমি নতুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের জন্য অপেক্ষা করছিলাম, যে অপেক্ষা আজ শেষ হয়েছে। আমি পিসিবির প্রতি শুভকামনা জানাই এবং আশা করি ক্রিকেট দল আরও অনেকদূর এগিয়ে যাবে।’

পাকিস্তানের সংবাদ মাধ্যমের মতে শেঠির স্থলাভিষিক্ত হতে চলেছেন সাবেক পাকিস্তানি পেসার ওয়াসিম আকরাম। ১৯৯২ সালে অধিনায়ক ইমরান খানের হাত ধরেই নিজেদের প্রথম বিশ্বকাপ ঘরে তুলেছিল পাকিস্তান। সেই দলে ইমরানের সঙ্গী ছিলেন ওয়াসিম আকরামও।
তিনি নিজেও দেশকে নেতৃত্ব দিয়েছেন লম্বা সময়। ইমরানের সঙ্গে বরাবরই সুসম্পর্ক রয়েছে তার। ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর এক প্রকার ভাগ্য খুলে গেছে এই সাবেক অলরাউন্ডারের।
২০১৩-১৪ পাকিস্তান ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তী চেয়ারম্যান পদ সামলেছিলেন শেঠি। তারপর অর্থাৎ ২০১৪ শাহরিয়ার খান পিসিবি চেয়ারম্যান নির্বাচিত হন। কিন্তু গত বছর ৩০তম পিসিবি চেয়ারম্যান হিসেবে ফের দায়িত্ব পান শেঠি। এর আগে পাকিস্তান সুপার লীগের (পিএসএল) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তিনি।
এবার নিজের ইচ্ছাতেই পদত্যাগ করতে হয়েছে পিসিবির এই চেয়ারম্যানের। এদিকে গত ২১ জুন পাকিস্তানের ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটারদের সাথে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের নব নির্বাচিত প্রধানমন্ত্রী। সেখানে তিনি পিসিবি পুনর্বিন্যস্ত করার অঙ্গীকার করেছিলেন।
তিনি প্রশাসনিক কাঠামোতে ব্যপক পরিবর্তনের আভাষ দিয়েছেন। পিসিবির শীর্ষ পদে সাবেক ক্রিকেটারদের নিয়োগ দেয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি। সেই বৈঠকে পিসিবি প্রধান নির্বাচক ইনজামামুল হক, ওয়াসিম আকরাম, রমিজ রাজা, ওয়াকার ইউনুস, মুশতাক আহমেদ, জাভেদ মিয়াঁদাদ উপস্থিত ছিলেন।