ভারত-পাকিস্তান ম্যাচের সূচি অপরিবর্তিত

ছবি:

এশিয়ার ক্রিকেটের সবচেয়ে বড় ক্রিকেট মহাযজ্ঞের পর্দা উঠছে আগামী মাসেই। আরব আমিরাতে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। তবে এশিয়া কাপে ভারতের একটি ম্যাচের সূচিকে ঘিরে জটিলতা তৈরি হয়েছে।
এশিয়া কাপের সূচি অনুযায়ী ভারতকে পর পর দুই দিন ম্যাচ খেলতে হবে। আগামী ১৮ সেপ্টেম্বর বাছাইপর্ব পেরিয়ে আসা দলের সাথে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারত। পরদিনই কোহলির সামনে পড়বে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান।
পরপর দুই দিনে দুই ম্যাচ খেলতে আপত্তি জানিয়েছিল ভারত। ফলে সূচি পরিবর্তনের আশ্বাস দিয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এই ব্যাপারে তারা আলোচনায়ও বসেছিল। তবে এতে ভারতের পক্ষে রায় আসেনি।

এমনটাই জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর সিইও রাহুল জহুরি। বিসিসিআইয়ের সিইও জানিয়েছেন সবকিছু প্রস্তুত হয়ে যাওয়াতে এখন আর টুর্নামেন্টের সূচিতে কোন পরিবর্তন আনা সম্ভব নয়।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এমন সিদ্ধান্তের পরও ভারত এশিয়া কাপে অংশ নিবে কিনা তা এখনও জানা যায়নি। এশিয়া কাপের আগে অবশ্য ব্যস্ত সূচি রয়েছে কোহলিদের। তারা ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যস্ত থাকবে।