সৌম্যর নতুন অভিজ্ঞতা

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০ সিরিজে ব্যাট হাতে তিন ম্যাচেই ব্যর্থ হয়েছেন টাইগার ওপেনার সৌম্য সরকার। নিজেকে প্রমাণ করতে আয়ারল্যান্ড সফরকেই বেঁছে নিয়েছেন তিনি। অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশ এ দলকে সিরিজ জিতিয়েছেন।
আইরিশদের বিপক্ষে ৩ ম্যাচে ৩৮.৩৩ গড়ে ১১৫ রান করে হয়েছেন সিরিজ-সেরা। সদ্য শেষ হওয়া সিরিজে নতুন এক অভিজ্ঞতা যোগ হয়েছে সৌম্যর ক্যারিয়ারে। আগে শুধু নিজের ব্যাটিং নিয়ে চিন্তা করলেও, এবার দলকে নিয়ে পরিকল্পনা করতে হয়েছে তার।
‘আগে শুধু ব্যাটিং নিয়েই চিন্তা করতাম। এবার একটু অন্যভাবে চিন্তা করতে হয়েছে। দলের চিন্তা সব সময়ই করতে হয়। প্রথমবারের মতো অধিনায়কত্ব করেছি, একটু বেশিই ভাবতে হয়েছে দলকে নিয়ে। সব মিলিয়ে অভিজ্ঞতা ভালো ছিল।'
ডাবলিনে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৫৪ রানের লক্ষ্যে খেলতে নেমে সৌম্যর ৪১ বলে ৫৭ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ এ দল ম্যাচ জিতে ৪ উইকেটের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে অবশ্য বৃষ্টি আইনে ৫১ রানে জয় পায় আইরিশরা।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে অবশ্য বাংলাদেশের জয়ের লক্ষ্যটা পাহাড় সমান ছিল। টপকাতে হতো ১৮৪ রানের বিশাল রান। এই লক্ষ্যটাকেই সহজ করে দেয় সৌম্য-লিটনের ১১৭ রানের ওপেনিং জুটি। সৌম্য করেন ৩০ বলে ৪৭, মিঠুন ৩৯ বলে ৮০।
বাংলাদেশ ‘এ’ ম্যাচ জেতে ৬ উইকেটে। এমন ইনিংসের পর সিরিজ সেরার পুরষ্কার হাতে তুলেছেন সৌম্য। তবে তিনি স্বীকার করে নিয়েছেন অধিনায়কত্বটা কিছুটা চাপও তৈরি করেছিল। তবে অধিনায়ক হিসেবে পারফর্ম করে দলকে উজ্জীবিত করতে পেরে দ??রুণ সন্তুষ্ট এই টাইগার ওপেনার।
‘সামনে থেকে নেতৃত্ব দিতে পেরে ভালো লেগেছে। তবে একটু চাপ অনুভব হয়েছে। সেই চাপে ফিল্ডিংও অনেক সময় খারাপ হয়েছে। টুকটাক হাতছাড়া হয়েছে! প্রথমবার তো, একটু বেশি চিন্তা করেছি। ফিল্ডিং সাজানো, কাকে-কখন বল দেব, কাকে দেব না, এসব নিয়ে অনেক ভেবেছি। একটা জিনিস বেশি মনে হয়েছে, অধিনায়কের কথা অনেক বড় কিছু। মাঠে নামার আগে বা মাঠের পরিকল্পনায় এটা-সেটায় অনেক কথা বলতে হয়েছে। আরেকটি জিনিস বুঝেছি, অধিনায়ক ভালো খেললে উজ্জীবিত হয় দলের সবাই।’
আয়ারল্যান্ডের মাটিতে ব্যাট হাতে ভালো করার পর সৌম্যর লক্ষ্য এখন এশিয়া কাপ খেলা। তবে আয়ারল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ না খেলতে পারায় কিছুটা হতাশ এই বাঁহাতি।
‘ওয়ানডে সিরিজটা খেলতে পারলে ভালো হতো। টি-টোয়েন্টি তো অনেক খেলছি। এই সংস্করণে সব সময়ই গিয়ার ওপরে থাকে। ওয়ানডেতে একটু সময় নিতে হয়, ভাবার সময় থাকে। সামনে এশিয়া কাপ। ওয়ানডে সিরিজটা খেলতে পারলে ভালো হতো।’