promotional_ad

জয়সুরিয়াকে ছুঁতে অনেক দেরি তামিমের

তামিম ইকবাল, এশিয়া কাপ-২০১৬
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


এশিয়ার অন্যতম বৃহৎ ক্রিকেট টুর্নামেন্ট এশিয়া কাপ। একে এক কথায় এশিয়ার বিশ্বকাপও বলা যেতে পারে। ১৯৮৪ সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের এখন পর্যন্ত ১৩টি আসর বসেছে। চলতি বছরের সেপ্টেম্বরে আরব আমিরাতে এই জাঁকজমক টুর্নামেন্টের ১৪তম আসর বসতে যাচ্ছে।


২৪ বছর ধরে আয়োজিত এই টুর্নামেন্টে এখন পর্যন্ত অনেকে অনেক রেকর্ড গড়ে গেছেন। তেমনই একটি রেকর্ড এখনও নিজের করে রেখেছেন সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক সানাথ জয়সুরিয়া। 


এশিয়া কাপে ২৫টি ম্যাচ খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান ১২২০ রান করে এখনও সর্বোচ্চ রানের মালিক তিনি। ব্যক্তিগত সর্বোচ্চ ১৩০ রান করা এই ক্রিকেটারের ছয়টি শতক এবং তিনটি অর্ধশতক রয়েছে এই টুর্নামেন্টে।


promotional_ad

এর পরেই আছেন তাঁরই স্বদেশী আরেক বাঁহাতি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। ২৪ ম্যাচে ১০৭৫ রান নিয়েছেন সাবেক এই লঙ্কান ক্রিকেটার। যেখানে তাঁর চারটি শতকের বিপরীতে আটটি অর্ধশতক রয়েছে।


২৩ ম্যাচে ৯৭১ রান নিয়ে এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন ক্রিকেটের 'লিটল মাস্টার' খ্যাত ভারতীয় ডানহাতি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। এই টুর্নামেন্টে ব্যক্তিগত সর্বোচ্চ ১১৪ রান নেয়া এই ব্যাটসম্যানের রয়েছে দুটি শতক এবং সাতটি অর্ধশতক।


শচীনের পরেই আছেন বর্তমান ক্রিকেটের সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম ভিরাট কোহলি। মাত্র ১৬টি ম্যাচ খেলে ইতিমধ্যে ৭৬৬ রান সংগ্রহ করে তালিকায় চতুর্থ অবস্থানে আছেন ভারতের বর্তমান এই অধিনায়ক। যেখানে তাঁর ৩টি শতক ও ২টি অর্ধশতকও রয়েছে।


টুর্নামেন্টের ব্যক্তিগত সর্বোচ্চ ১৮৩ রানের মালিকও ভিরাট। এদিকে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় পঞ্চম স্থানটি লঙ্কান বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক অর্জুনা রনাতুঙ্গার। ১৯ ম্যাচ খেলে ৭৪১ রান করেছেন তিনি।


সেরা দশের ভেতর বাংলাদেশের কোন ব্যাটসম্যান না থাকলেও এই টুর্নামেন্টের সেরা বিশের মধ্যে আছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। ১৪ ম্যাচ খেলা এই বাঁহাতি ব্যাটসম্যানের এখন পর্যন্ত রান সংখ্যা ৫৩৭। শতকের দেখা না পেলেও করেছেন ছয়টি অর্ধশতক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball