promotional_ad

'আজ হোক, কাল হোক মমিনুলকে লাগবেই'

মমিনুল হক
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আয়রল্যান্ড উলভসের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ৭৪.২৫ গড়ে ২৯৭ রানে সংগ্রহ করেছিলেন টাইগার ব্যাটসম্যান মমিনুল হক সৌরভ। এই সিরিজের দ্বিতীয় ম্যাচেই তাঁর ব্যাট থেকে এসেছিল ১৩৩ বলে ১৮২ রানের বিধ্বংসী একটি ইনিংস। 


এমন দারুণ পারফর্মেন্সের পর ওয়ানডে ফরম্যাটে জায়গা পাওয়ার দাবি করতেই পারেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার। মমিনুল ভক্তরাও আশায় বুক বেঁধে আছেন তাঁদের প্রিয় ক্রিকেটারকে ওয়ানডে দলে দেখার প্রত্যাশায়।   


promotional_ad

বাংলাদেশ দলের নির্বাচক এবং সাবেক টাইগার অধিনায়ক হাবিবুল বাশার সুমনও অবশ্য আশাবাদী মমিনুলকে দলে নেয়ার ব্যাপারে। আজ হোক কাল হোক মমিনুল যে জাতীয় দলে সুযোগ পাবেনই সেটিও নিশ্চিত করেছেন বাশার। এই প্রসঙ্গে তিনি বলেন,  


‘মমিনুল যখন বাদ পড়ে তখনো তার স্ট্রাইক রেট ছিল ৭৪-এর ওপরে। খুব বেশি ব্যাটসম্যান তার চেয়ে এগিয়ে ছিল না। আজ হোক, কাল হোক মমিনুলকে লাগবে। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে দলের ভাবনাটা।'


টপ অর্ডারে একজন হার্ডহিটার ব্যাটসম্যানের প্রয়োজন ছিল বিধায় মমিনুলকে ওয়ানডে দল থেকে বাদ দেয়া হয়েছিল। কিন্তু মমিনুল নিজেও যে বিস্ফোরক ব্যাটসম্যান হিসেবে আবির্ভূত হতে পারেন সেটি তিনি প্রমাণ করেছেন আয়ারল্যান্ড সফরেই। বিশেষ করে বাশার যা চেয়েছেন সেটিই করে দেখিয়েছেন মমিনুল। নির্বাচক বাশারের ভাষ্যমতে, 


'ও যখন বাদ পড়েছে তখন হয়তো মনে হয়েছিল টপ অর্ডারে একজন ব্যাটসম্যান দরকার যে বিস্ফোরক শুরু এনে দিতে পারবে। এখন আবার মনে হচ্ছে ধরে খেলতে পারবে, ইনিংসটা লম্বা করতে পারবে, এমন একজনকে দরকার। সবই আসলে দরকার। মমিনুলের কাছে যেটা চেয়েছিলাম সেটা সে করেছে। দেখা যাক সামনে দলের ভাবনাটা কী দাঁড়ায়।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball