জয় ছাড়া বিকল্প নেই সৌম্যদের

ছবি:

সিরিজ জয়ের বড় সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে হেরে এই সুযোগটা লুফে নিতে পারেনি সৌম্য সরকারের দল।
প্রথম ওয়ানডেতে আইরিশদের হারিয়েছিল টাইগাররা। আর দ্বিতীয়টিতে আইরিশরা জয় পাওয়ার কারণে শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচ।
আর সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই শেষ ম্যাচে মাঠে নামছে আয়ারল্যান্ড এবং বাংলাদেশ 'এ' দল। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।
এর আগে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ এ দলকে বৃষ্টি আইনে ৫১ রানের ব্যবধানে হারায় আয়ারল্যান্ড উলভস। আর শেষ ম্যাচেও সম্ভাবনা রয়েছে বৃষ্টির। তাই ডাক ওয়ার্থ লুইস পদ্ধতি এই ম্যাচেও বড় ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে।

একদিকে বাংলাদেশ যেমন ম্যাচে দাপট দেখানোর চেষ্টা করবে অন্যদিকে আইরিশরাও চাইবে ট্রফিটা নিজেদের ঘরেই রেখে দিতে। তাই সফরের শেষ ম্যাচটি যে জমজমাট হবে এতে কোন সন্দেহ নেই।
বাংলাদেশ এ (স্কোয়াড):
জাকির হাসান, সৌম্য সরকার (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন (উইকেটরক্ষক), আল আমিন, আফিফ হোসেন, মিজানুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম, ফজলে মাহমুদ, খালেদ আহমেদ, সাইফ হাসান, মমিনুল হক।
আয়ারল্যান্ড উলভস (স্কোয়াড):
স্টুয়ার্ট থম্পসন, উইলিয়াম পোর্টারফিল্ড, এন্ড্রু বালবির্নি (অধিনায়ক), অ্যান্ডি ম্যাকব্রাইন, সিমি সিং, কেভিন ও ব্রায়েন, লোরাকান টাকার (উইকেটরক্ষক), জর্জ ডকরেল, ট্রাইয়ন কেন, ব্যারি ম্যাকার্থি, পিটার চেজ, ডেভিড ডেনলি, জেমস শ্যানন।