সৌম্যদের হারিয়ে সিরিজে সমতা আইরিশদের

ছবি:

তিন ম্যাচ টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ এ দলকে বৃষ্টি আইনে ৫১ রানের ব্যবধানে হারিয়েছে আয়ারল্যান্ড উলভস। এই জয়ে সিরিজের ১-১ সমতা আনল স্বাগতিকরা। আগে ব্যাট করে ২০২ রানের বড় সংগ্রহ গড়ে আইরিশরা।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। বৃষ্টি হানা দেয়ার আগে তারা সংগ্রহ করে ১৫ ওভারে ৭ উইকেটে ১০৪ রান। এরপর আর খেলা মাঠে না গড়ালে বৃষ্টি আইনে জয়ী ঘোষণা করা হয় আয়ারল্যান্ড উলভসকে।
বড় লক্ষ্য তাড়ায় ওপেনে নামা মমিনুল এদিনে ৮ বলে ১৪ রান করে ম্যাকব্রাইনের বলে ফিরে গেছেন। তিনে নামা নাজমুল হোসেন শান্তও একই ওভারে ফিরে গেছেন। ডেভিড ডেনলির বলে ফিরে গেছেন সৌম্য সরকারও (১১)।
ডেভিড ডেনলির দ্বিতীয় শিকার মোহাম্মদ মিথুন (৬)। এদিনে থিতু হতে পারেননি জাকির হাসানও। ১৪ রানে সিমি সিংয়ের শিকার হয়ে ফিরে গিয়েছেন তিনি। ১২ রান করে তার পিছু নেন আফিফ হোসেন ধ্রুবও।
১২ রান করে ডকরেলের শিকার হয়ে ফিরেছেন আল আমিন জুনিয়র। দশ ওভারে টাইগারদের দলীয় সংগ্রহ হয় সাত উইকেটে ৬৯ রান। মূলত তখনই ম্যাচ থেকে ছিটকে গিয়েছে তারা।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমেছে শুরুটা দারুণ করেছে আইরিশরা। পাওয়ার প্লে'তে ঝড় তুলেছিলেন দুই আইরিশ ওপেনার। তবে পাওয়ার প্লে শেষ হওয়ার আগে এক উইকেট তুলে নিয়েছে সাইফুদ্দিন।
ডিলানিকে ৩৭ রানে ফিরিয়েছেন তিনি। এরপরেও রানের চাকা থামেনি উলভসের। স্টুয়ার্ট থম্পসন ও উইলিয়াম পোটারফিল্ডের দায়িত্বশীল কিছু ইনিংসে রান বাড়তে থাকে তাদের।
শেষ পর্যন্ত পাঁচটি চার ও একটি ছক্কায় ৩৮ বলে ৪৭ রান করে থামেন থম্পসন। পোটারফিল্ড করেন সাতটি চার সহযোগে ৩৪ বলে ৪৫ রান। দুজনকেই ফিরিয়েছেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম।
তবে শেষদিকে দারুণ এক ক্যামিও খেলেন কেভিন ও'ব্রায়েন। ১৩ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৩০ রান করে রানআউটের শিকার হন তিনি। এরপরে ১২ রান করা সিমি সিং কে ফিরিয়েছেন সাইফুদ্দিন।
শেষ ওভারে সাইফুদ্দিনের আরেক শিকার ৯ বলে ১৮ রান করা এন্ড্রু বালবির্নি। আয়ারল্যান্ড উলভস থেমেছে ছয় উইকেটে ২০২ রানে। তিনটি উইকেট নিয়েছেন সাইফুদ্দিন। দুটি উইকেট তাইজুল ইসলামের।
বাংলাদেশ এ (স্কোয়াড):
জাকির হাসান, সৌম্য সরকার (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন (উইকেটরক্ষক), আল আমিন, আফিফ হোসেন, মিজানুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম, ফজলে মাহমুদ, খালেদ আহমেদ, সাইফ হাসান, মমিনুল হক।
আয়ারল্যান্ড উলভস (স্কোয়াড):
স্টুয়ার্ট থম্পসন, উইলিয়াম পোর্টারফিল্ড, এন্ড্রু বালবির্নি (অধিনায়ক), অ্যান্ডি ম্যাকব্রাইন, সিমি সিং, কেভিন ও ব্রায়েন, লোরাকান টাকার (উইকেটরক্ষক), জর্জ ডকরেল, ট্রাইয়ন কেন, ব্যারি ম্যাকার্থি, পিটার চেজ, ডেভিড ডেনলি, জেমস শ্যানন।